ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সুমন্ত গুপ্ত

প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের জনপ্রিয় এ্যাপসমূহ

প্রকাশিত: ০৬:৪৩, ২৮ মার্চ ২০১৭

প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের জনপ্রিয় এ্যাপসমূহ

যুক্তিগত দিক দিয়ে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বর্তমান প্রজন্মের হাত ধরে প্রতিনিয়তই বাড়ছে স্মার্টফোনের কাটতি। সেই সঙ্গে বাড়ছে স্মার্টফোনের উপযোগী বিভিন্ন এ্যাপ ও গেমের ব্যবহার। প্রজন্মের চোখ থাকে প্রতিনিয়ত নতুন কিছুর সন্ধনে। বিভিন্ন এ্যাপ্লিকেশন জানিয়ে দিচ্ছে আমাদের জাতিসত্তার পরিচয়। চোখের সামনে মেলে ধরছে গৌরবময় মুক্তিযুদ্ধের দিনগুলো। এমন অনেক এ্যাপ গুগল প্লেস্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করে সহজেই সেই উত্তল সময়ের ইতিহাস জানতে পারে আমাদের প্রজন্মের তরুণরা। আর আমাদের এ প্রজন্মের তরুণরা আমাদের মুক্তিযুদ্ধের কাহিনী জানতে খুব আগ্রহী। আসুন বন্ধুরা জেনে নেই সেরকম জনপ্রিয় কিছু এ্যাপস’র কথা। মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ছিল ১৯৭১ সালে সংঘটিত তৎকালীন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের সশস্ত্র সংগ্রাম, যার মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে পৃথিবীর মানচিত্র আত্মপ্রকাশ করে। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতের অন্ধকারে পাকিস্তানী সামরিক বাহিনী পূর্ব পাকিস্তানে বাঙালী নিধনে ঝাঁপিয়ে পড়ে একটি জনযুদ্ধের আদলে মুক্তিযুদ্ধ তথা স্বাধীনতা যুদ্ধের সূচনা ঘটে। পঁচিশে মার্চের কালরাতে পাকিস্তানী সামরিক জান্তা ঢাকায় অজস্র সাধারণ নাগরিক, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, পুলিশ হত্যা করে। গ্রেফতার করা হয় ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাপ্রাপ্ত দল আওয়ামী লীগ প্রধান বাঙালীর তৎকালীন প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গ্রেফতারের পূর্বে ২৬ মার্চের প্রথম প্রহরে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন এ এ্যাপসে অনেক বৈশিষ্ট্যের মধ্যে কয়েকটি উল্লেখ করা হলো- পটভূমি, পূর্ব পাকিস্তানের দুর্দশার ইতিহাস, অর্থনৈতিক বৈষম্য , ভাষা আন্দোলন, সামরিক অসমতা, রাজনৈতিক অসমতা, ১৯৭০-এর সাইক্লোনের প্রতিক্রিয়া, ১৯৭০-এর নির্বাচন, মুজিব-ইয়াহিয়া বৈঠক, গণহত্যা ও জনযুদ্ধের সূত্রপাত, স্বাধীনতার ঘোষণা, বিভিন্ন মাধ্যমে ঘোষণাপত্র, অস্থায়ী সরকার গঠন বর্ণনা রয়েছে। যেমন- মুক্তিযুদ্ধ : জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত, মুক্তিযুদ্ধ : অক্টোবর থেকে ডিসেম্বর এবং ভারত-পাকিস্তান যুদ্ধ পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণ ও বিজয় এবং জাতিসংঘে কূটনৈতিক তৎপরতা, আন্তর্জাতিক স্বীকৃতি, গণহত্যা, মুক্তিযুদ্ধ ও বিশ্বসমাজ ইত্যাদি। এ্যাপসটির ডাউনলোড লিংক- যঃঃঢ়ং://ঢ়ষধু.মড়ড়মষব.পড়স/ ংঃড়ৎব/ ধঢ়ঢ়ং/ ফবঃধরষং?রফ= পড়স.ভযধংধহনফ.ভৎববফড়সভরমঃয প্রিয়ড অব নাইনটিন সেভেনটি ওয়ান এই এ্যাপ্লিকেশনটিতে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে শহীদ সাতজন বীরশ্রেষ্ঠের নাম, পরিচয়, জীবনবৃত্তান্ত এবং তাদের অসামান্য অবদানের বর্ণনা রয়েছে। বিজয় দিবস উপলক্ষে, দেশের সকল শহীদ মুক্তিযোদ্ধার উদ্দেশ্যে উৎসর্গ করে এই এ্যাপ্লিকেশনটি তৈরি। এ্যাপ্লিকেশনের ডিজাইনেও রয়েছে সৌন্দর্য। বর্তমান সময়ের তরুণদের বাংলাদেশের ইতিহাস ও সাতজন বীরশ্রেষ্ঠের বৃত্তান্ত এই এ্যাপে উল্লেখ রয়েছে। গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন আরনার পছন্দের এই এ্যাপটি। ১৯৭১ সালে তাদের অবদান ও তাদের দু:সাহসিক যুদ্ধের বিবরণ ও এই এ্যাপটিতে রয়েছে। এ্যাপসটির ডাউনলোড লিংক- যঃঃঢ়ং://ঢ়ষধু.মড়ড়মষব.পড়স/ ংঃড়ৎব/ ধঢ়ঢ়ং/ ফবঃধরষং?রফ= ঢ়ৎড়মসধধঃরপ.ংযধসরষ. নধহমষধফবংয্যষ বীর শ্রেষ্ঠ এই এ্যাপের মাধ্যামে মুক্তিযুদ্ধের পরে যারা জন্মগ্রহণ করেছে তারা মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারবে। গুগল প্লেস্টোর থেকে এই এ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। এ্যাপটি দিয়ে এ যুগের তরুণদের মুক্তিযুদ্ধের ইতিহাস মনে করিয়ে দেয়া সম্ভব। বীরশ্রেষ্ঠদের ছবি দিয়ে ও বিভিন্ন তথ্য দিয়ে এই এ্যাপটি সাজানো। ইতোমধ্যে অনেকেই ডাউনলোড করে এর সুফল উপভোগ করতে শুরু“ করেছে। বিজয়ের মাসে এই এ্যাপটি বেশ জনপ্রিয়ও হয়েছে। ডাউনলোড লিংক- যঃঃঢ়ং://ঢ়ষধু.মড়ড়মষব.পড়স/ংঃড়ৎব/ধঢ়ঢ়ং/ফবঃধরষং?রফ=পড়স.সড়যরঁফফরহথ১৩.পড়স.নরৎংযবংঃড়্যষ মুক্তিযুদ্ধের ইতিহাস এই এ্যাপটি থেকে আপনি জানতে পারবেন, যুদ্ধের (সঁশঃরলঁফফযড় ১৯৭১) পটভূমি কী ছিল ? , কিভাবে পাকিস্তানীরা কূটকৌশল বের করেছিল? কিভাবে মুক্তিবাহিনী (যবৎড়বং ড়ভ ধিৎ ১৯৭১) অগ্রসর হয়েছিল? কিভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হলেন? একাত্তরের দিনগুলোতে কী ঘটেছিল? কিভাবে স্বাধীনতা অর্জিত হলো? কবে জাতীয় সঙ্গীত গাওয়া শুরু“ হলো? ইত্যাদি। এই এ্যাপটির কনটেন্ট নেয়া হয়েছে ইন্টারনেট থেকে যার রেফারেন্স হিসেবে আছে স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র । যেহেতু এখানে সংক্ষেপে ইতিহাস বলা হয়েছে আরও অনেক জানতে চাইলে যেমন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কবে প্রণীত হয়, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ে দেখতে পারেন। এই বাংলা এ্যাপটি এমনভাবে সাজানো হয়েছে যে, যেন এসএসসি/ এইচএসসি / বিসিএস / সরকারী চাকরি / ব্যাংক জব / বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিসহ সকল লিখিত পরীক্ষার উপযোগী করে তৈরি করা হয়েছে এমনকি মুক্তিযুদ্ধ রচনা হিসেবেও এটাকে ব্যবহার করা যাবে। আসছে ১৬ ডিসেম্বর বিজয় দিবস - আমরা এই মুক্তিযুদ্ধের ইতিহাস জানি সেই সঙ্গে জানি মুক্তিযুদ্ধের কবিতা ও মুক্তিযুদ্ধের দলিল। এ্যাপসটির ডাউনলোড লিংক-যঃঃঢ়ং://ঢ়ষধু.মড়ড়মষব.পড়স/ ংঃড়ৎব/ধঢ়ঢ়ং/ ফবঃধরষং?রফ=পড়স.ঁংবভঁষধঢ়ঢ়ংনফ.ধিৎ৭১ স্বাধীনতা ২৬ স্বাধীনতার মাসে স্বাধীনতার চেতনাকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ‘ইএটিএল্এ্যাপস’ নিয়ে এসেছে স্মার্ট ফোন ব্যবহারকারীদের জন্য ‘স্বাধীনতা ২৬’ মোবাইল এ্যাপ্লিকেশন। এ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চালিত এ্যাপটির উদ্যোক্তা হলো এথিক্স এ্যাডভান্সড টেকনোলজি লিমিটেড (ইএটিএল)। স্বাধীনতা যুদ্ধের নানা ঘটনাবলীর ওপর নির্মিত এ্যাপ্লিকেশনটির মাধ্যমে জানা যাবে সেক্টর কমান্ডারদের নামসহ অঞ্চল, দায়িত্ব, সদস্য ইত্যাদি, বীরশ্রেষ্ঠদের নাম ও তাদের সংক্ষিপ্ত জীবনী, কালপঞ্জি অনুসারে কখন কী ঘটেছিল যেমন ১৯৪৭, ৫২, ৫৪, ৬২, ৬৬, ৬৮, ৬৯, ৭০ ও ৭১। ইউটিউব লিংকের মাধ্যমে দেখতে পারবেন মুক্তিযুদ্ধের দুর্লভ সব ভিডিও। এছাড়াও জানতে পারবেন বিখ্যাত লেখক-সাহিত্যিকদের মুক্তিযুদ্ধের ওপর লিখিত বিভিন্ন ধরনের বইয়ের তালিকা। এ্যাপটি ডাউনলোড করা যাবে ইএটিএল ্এ্যাপস স্টোর িি.িবধঃষধঢ়ঢ়ং.পড়স থেকে।
×