ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাহুল দ্রাবিড় উভয় সংকটে

প্রকাশিত: ২০:০৪, ২৭ মার্চ ২০১৭

রাহুল দ্রাবিড় উভয় সংকটে

অনলাইন ডেস্ক ॥ জাতীয় দলের দায়িত্ব নাকি আইপিএল? যে কোনো একটা বেছে নিতে হবে রাহুল দ্রাবিড়কে। সূত্রের খবর, বোর্ডের সঙ্গে চুক্তিতেই আগ্রহী। অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের কোচ হিসেবে নেওয়া হয়েছিল রাহুলকে। বেশ সাফল্যের সঙ্গেই কাজ করছিলেন। আচমকাই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান। তখন জল্পনা উঠেছিল, সিনিয়র দলের দায়িত্ব দেওয়া হতে পারে রাহুলকে। কিন্তু রবিবার জানা গেল, আইপিএলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে রাহুলকে। কারণ, একইসঙ্গে তিনি দিল্লি ডেয়ারডেভিলসের মেন্টর হিসেবে চুক্তিবদ্ধ। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, একসঙ্গে এই দুটি দায়িত্বে তিনি থাকতে পারবেন না। এটিকে ‘স্বার্থের সংঘাত’ হিসেবেই দেখা হবে। বোর্ডের পক্ষ থেকেও রাহুলকে জানিয়ে দেয়া হয়েছে যে কোনো একটি বেছে নিতে। রাহুল জুনিয়রদের নিয়ে কাজ করতে ভালবাসেন। আইপিএলের দায়িত্ব আর জুনিয়রদের তৈরি করার দায়িত্ব–এই দুটির মধ্যে তিনি দ্বিতীয়টিই বেছে নেবেন, এমনটাই মনে করছেন বোর্ড কর্মকর্তারা। সূত্র: আজকাল
×