ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাসার টয়লেটে থেকে চবি ছাত্রের হাত-পা বাঁধা লাশ

প্রকাশিত: ০৬:২৬, ২৪ মার্চ ২০১৭

বাসার টয়লেটে থেকে চবি ছাত্রের হাত-পা বাঁধা লাশ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম শহীদনগর এলাকার একটি বাসায় নৃশংসভাবে খুন হয়েছে এক যুবক। বাসাটি ভাড়া নেয়ার পর প্রথম রাতেই রহস্যজনকভাবে এ খুনের ঘটনা ঘটে। পুলিশ বুধবার রাত দেড়টার দিকে হাত-পা বাঁধা মরদেহটি উদ্ধার করে বাসার টয়লেট থেকে। নিহত আলাউদ্দিন ওরফে আলাওল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের মাস্টার্স প্রথম বর্ষের ছাত্র। বৃহস্পতিবার বিকেলে মরদেহটি শনাক্ত করেন তার পিতা ও ভাই। জানা যায়, বাসাটির মালিক ফটিকছড়ির বাসিন্দা ওমানপ্রবাসী আবু সৈয়দ। বিজ্ঞপ্তি দেখে মঙ্গলবার এক যুবক ও এক তরুণী বাসা ভাড়া নিতে আসে। সে দিন তত্ত্বাবধায়ক না থাকায় বাসা দেখানো যায়নি। মঙ্গলবার বিকেলে তিন যুবক ও এক তরুণী আসেন বাসা দেখতে। কথা পাকাপাকি হওয়ার তারা এক বস্তা মালামাল নিয়ে ভেতরে ঢোকেন। তারা বাসা পরিষ্কার করার জন্য তত্ত্বাবধায়ক হাসিনা আক্তারের কাছ থেকে একটি বালতি চেয়ে নেন। কিছুক্ষণ পরই তারা বাজার সদাই এবং মালামাল নিয়ে আসার কথা বলে বাসা থেকে বেরিয়ে যান। বায়েজিদ থানার ওসি মোঃ মহসিন জানান, রাত ১১টার দিকে বাসার সামনের দরজা খোলা এবং কেউ না থাকার আলামত দেখতে পেয়ে কেয়ারটেকার ভেতরে ঢোকেন। এ সময় তিনি দেখতে পান টয়লেটে এক যুবকের হাত-পা বাঁধা লাশ পড়ে আছে। থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। পলাশবাড়ীতে সাবেক ইউপি সদস্য খুন নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মাহমুদুল হককে বুধবার রাতে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের খামার জামিরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাহমুদুল হক মনোহরপুর গ্রামের মৃত নুর হোসেন ম-লের ছেলে। এ ঘটনায় বাবা গোফ্ফার আলী ও তার ছেলে শাহিনুর মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী জানায়, পলাশবাড়ীর খামার জামিরা গ্রামের গোফফার আলী দীর্ঘদিন থেকে মালয়েশিয়ায় কর্মরত। সম্প্রতি সে দেশে ফিরে জানতে পারে তার স্ত্রী সাবেক ওই মেম্বারের সঙ্গে পরকীয়ায় জড়িত। এতে সে বিক্ষুব্ধ হয় এবং ছেলের সঙ্গে যোগসাজশ করে মেম্বারকে হত্যার ষড়যন্ত্র করে। বুধবার রাতে মেম্বার তার বাড়িতে গেলে গোফফার ও তার ছেলে শাহিনুর মিয়া তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। নওগাঁর ব্যবসায়ী নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, বুধবার রাত ১২টার দিকে পতœীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকার আমিনুল ইসলাম (৩৫) নামে এক মোবাইল ব্যবসায়ীকে অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে পতœীতলা থানায় একটি মামলা হয়েছে। পুলিশ জানায়, নজিপুর বাসস্ট্যান্ড চৌরাস্তার মোড়ের ধামইরহাট সড়ক এলাকার জুলেখা সুপার মার্কেটের আল মুমিন মোবাইল সেন্টারের স্বত্বাধিকারী আমিনুল ইসলামকে বুধবার রাত ১১টা থেকে ১২টার মধ্যে অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে নজিপুর মুগ্ধ স্কয়ারের (পাতাল মার্কেট) পেছনের গলিতে ফেলে রেখে যায়। রাত সোয়া ১২টার দিকে স্থানীয়রা আমিনুলকে পড়ে থাকতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কতব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। শেরপুরে শ্যালকের হাতে ভগ্নিপতি নিজস্ব সংবাদদাতা শেরপুর থেকে জানান, জমি নিয়ে বিরোধে শ্যালক ও তার সঙ্গীদের অস্ত্রের আঘাতে আব্দুল হাই (৫৫) নামে এক ভগ্নিপতি খুন হয়েছেন। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামে ওই খুনের ঘটনা ঘটে। নিহত আব্দুল হাই স্থানীয় মৃত আজহার আলীর ছেলে। জানা গেছে, নিহত আব্দুল হাইয়ের সঙ্গে তার শ্যালক আশরাফ আলীর দীর্ঘদিন ধরেই ওয়ারিশী জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকাল ৮টার শ্যালক আশরাফ আলী লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমি দখল করতে গেলে আব্দুল হাই ও তার পুত্রের সঙ্গে ঝগড়া শুরু হয়। পরবর্তী সময়ে ওই ঝগড়া সংঘর্ষে রূপু নিলে আশরাফ আলী ও তার লোকজনের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন আব্দুল হাই। পাবনায় ছাত্রী নিজস্ব সংবাদদাতা পাবনা থেকে জানান, নিখোঁজের পর সদর উপজেলার চরআশুতোষপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী সাগরিকার লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদিরাজপুর গ্রামের ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সাগরিকা ওই গ্রামের রং মিস্ত্রি আলম শেখের মেয়ে। সাগরিকার বাবা আলম শেখ জানান, বুধবার সন্ধ্যার পর থেকে সাগরিকাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে পুলিশে খবর দেয়া হয়। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি ধানক্ষেতের মধ্যে সাগরিকার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। মাগুরায় দম্পতি নিজস্ব সংবাদদাতা মাগুরা থেকে জানান, আজ বৃহস্পতিবার সকালে পুলিশ মহম্মদপুর উপজেলার কানটিয়া গ্রামের একটি বাড়ি থেকে রবিউল ইসলাম (৩০) ও খাদিজা বেগম (২৮) নামে এক দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। লাশ দুটি গলায় দড়ি দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। সকাল ১০টা বেজে গেলেও তারা ঘুম থেকে না ওঠায় অনেক ডাকাডাকি করেও কোন সাড়া না পাওয়ায় পরিবারের লোকেরা ঘরের দরজা ভেঙ্গে তাদের লাশ উদ্ধার করে। কিশোরগঞ্জে শ্রমিক নিজস্ব সংবাদদাতা কিশোরগঞ্জ থেকে জানান, কিশোরগঞ্জে কফিল উদ্দিন (৪৫) নামে এক পরিবহন শ্রমিককে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি জেলার পাকুন্দিয়া উপজেলার বিষুহাটি গ্রামের মৃত ইসমাইলের ছেলে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার চৌদ্দশত পুরানবাজার এলাকায় রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কফিল উদ্দিনের মরদেহ কিশোরগঞ্জ-পুলেরঘাট সড়কের চৌদ্দশত এলাকায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
×