ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ০৫:৪৭, ২৪ মার্চ ২০১৭

ঝলক

দেশ পরিচালনায় রোবট! বিভিন্ন পেশায় রোবটের জনপ্রিয়তা বাড়ছে। খেলার মাঠের রেফারি, কোচ, নার্স, গবেষক, শিক্ষক, আইনজীবী এমনকি সাংবাদিকতায় রোবটের প্রবেশ ঘটেছে। কিন্তু রাজনীতি ও দেশ পরিচালনায় রোবট? এই বিষয়টি এর আগে শোনা যায়নি। মনে করা হচ্ছেÑ খুব শীঘ্রই রাজনীতির ময়দান কাঁপাতে আসছে এই যন্ত্রমানব। সম্প্রতি ব্রিটেনে পরিচালিত মাঠ পর্যায়ের এক জরিপ এই আভাস দিচ্ছে। জরিপে অংশ নেয়া ৬৬ শতাংশ লোক বলছে ২০৩৭ সালের মধ্যেই রাজনীতির মাঠে রোবটের দাপট দেখা যেতে পারে। আর বাকিরা বলেছে আগামী কয়েক বছরের মধ্যেই রাজনীতিতে নামবে রোবট। এদের ধারণা মানুষের চেয়ে রাজনীতি ও দেশ পরিচালনায় রোবট ভাল করবে। এতে দেশের অর্থনীতি চাঙ্গা হবে। ব্রিটেনের ওপেন টেক্সট কোম্পানি প্রথমবারের মতো এ ধরনের জরিপ পরিচালনা করে। মোট ২ হাজার লোক এ জরিপে অংশ নেন। জরিপে অংশ নেয়া লোকজন জানিয়েছেন, মানুষ রাজনীতিবিদের চেয়ে রোবট দ্রুত সিদ্ধান্ত দিতে পারবে যা দেশের জন্য ভাল হবে। প্রতিষ্ঠানটির সহ-প্রধান মার্ক ব্রিজার বলেন, ডিজিটাল বিপ্লবের এ যুগে স্বচালিত যন্ত্রের ব্যবহার বাড়ছে। আমরা জীবনের কোন ক্ষেত্রেই যান্ত্রিক যোগাযোগকে অবহেলা করতে পারছি না। প্রায় প্রত্যেক পেশায় এখন যন্ত্রমানব ভূমিকা রাখছে। তিনি বলেন, রোবটের কারণে অনেক পেশা বিলুপ্ত হয়ে গেছে। অনেকে পেশা পরিবর্তন করেছে। তবে এসব ক্ষেত্রে ব্যতিক্রম ছিল রাজনীতি ও দেশ পরিচালনা। এখন এই পেশায় রোবটকে যুক্ত করা গেলে ভাল হবে। ডেইল মেইল অবলম্বনে। মাটির উর্বরা শক্তি বাড়ায় পিঁপড়া পিঁপড়াকে আমরা সাধারণত ক্ষতিকর কীট হিসেবে জানি। তবে এক নতুন গবেষণায় বলা হয়েছেÑ পিঁপড়া মাটির উর্বরা শক্তি বাড়ায়। তাই ফসলি জমি ও ফুলের বাগানে পিঁপড়ার উপস্থিতি কৃষকের চিন্তার কারণ নয়। যুক্তরাষ্ট্র ও চীনা বিজ্ঞানীদের এক যৌথ গবেষণায় এই তথ্য উঠে এসেছে। বিজ্ঞানীরা জমির যে মাটিতে পিঁপড়ার উপস্থিতি ছিল, আর যে মাটিতে ছিল না, এ দুই ধরনের মাটি সংগ্রহ করে গবেষণা চালান। এতে দেখা যায় জমির যে মাটিতে পিঁপড়া চলাফেরা করেছে সেই মাটি অপেক্ষাকৃত বেশি উর্বর। শুধু তাই নয় পিঁপড়া মাটিতে এক ধরনের স্তর তৈরি করে। এ স্তর ফসলের জন্য ভাল। কারণ মাটির এ স্তর বাষ্পীভবন ও পানি ধরে রাখতে সাহায্য করে। এ গবেষণাটি সম্প্রতি প্রখ্যাত ‘সয়েল সায়েন্স সোসাইটি অব আমেরিকা জার্নাল’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে। ইউপিআই অবলম্বনে
×