ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে শোডাউনের অনুমতি পায়নি বিএনপি

প্রকাশিত: ০৬:০৪, ৫ জানুয়ারি ২০১৭

চট্টগ্রামে শোডাউনের  অনুমতি পায়নি বিএনপি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ গণতন্ত্র হত্যা দিবসের ব্যানারে চট্টগ্রামে শোডাউনের পরিকল্পনা ছিল বিএনপির। কিন্তু নগরীর তিনটি স্থানে জনসভার অনুমতি চেয়ে পাওয়া যায়নি। এ অবস্থায় আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর নুর আহমদ সড়কের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের প্রস্তুতি নিয়েছে দলটি। চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন জানান, দলের পক্ষ থেকে নগরীর লালদীঘি মাঠ, কাজির দেউড়ি মোড় ও নুর আহমদ সড়কে জনসভা করার অনুমতি চাওয়া হয়েছিল সিএমপির কাছে। কিন্তু বুধবার সন্ধ্যা পর্যন্ত অনুমতি মেলেনি। তবে মৌখিকভাবে পার্টি অফিসের সামনে সমাবেশ করতে বলা হয়েছে। নগর বিএনপি সূত্রে জানানো হয়, ৫ জানুয়ারিতে চট্টগ্রামে বড় ধরনের একটি সমাবেশ করার প্রস্তুতি ছিল দলের। নগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন বলেন, আমরা সরকারের কাছ থেকে গণতান্ত্রিক আচরণ আশা করেছিলাম। কিন্তু একটি সমাবেশ করার অনুমতি দিতে প্রশাসন ভয় পাচ্ছে। কার্যালয়ের সামনের আঙ্গিনায় আমরা সারা বছরই সভা করে থাকি। বিশেষ দিনের কর্মসূচী হওয়ায় আমরা বাইরে চেয়েছিলাম। বুধবার রাতের মধ্যে অনুমতি না মিললে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনেই সভা করতে হবে।
×