ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মিনুর বিরুদ্ধে মামলা: রুল নিষ্পত্তির নির্দেশ

প্রকাশিত: ০১:১১, ১৬ মে ২০১৬

মিনুর বিরুদ্ধে মামলা: রুল নিষ্পত্তির নির্দেশ

স্টাফ রিপোর্টার॥ ত্রাণসামগ্রী আত্মসাতের অভিযোগে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র বিএনপি নেতা মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে যে চারটি মামলা রয়েছে, সে মামলাগুলো বাতিল সংক্রান্ত বিষয়ে জারি করা রুল আগামী ছয় সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপীল বিভাগ। ফলে সে পর্যন্ত মামলাগুলোর কার্যক্রম স্থগিতই থাকল। এ বিষয়ে দুদকের করা লিভ টু আপীলের শুনানি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার সদস্যের আপীল বিভাগের বেঞ্চ সোমবার এই আদেশ দেন। আদালতে মিনুর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন এ্যাডভোকেট মাসুদ রানা। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
×