ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খুলনায় আওয়ামী লীগ নেতার অসুস্থ স্ত্রীকে দেখতে না যাওয়ায় চিকিৎসককে মারধর

প্রকাশিত: ০৫:৪২, ১ মার্চ ২০১৬

খুলনায় আওয়ামী লীগ নেতার অসুস্থ স্ত্রীকে দেখতে না যাওয়ায় চিকিৎসককে  মারধর

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ তেরখাদায় এক চিকিৎসককে মেরে দাঁত ভেঙ্গে দিয়েছেন আওযামী লীগ নেতার লোকজন। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। আহত চিকিৎসক আবদুল্লাহ আল মামুনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি তেরখাদা ইউপি চেয়ারম্যান এস এম অহিদুজ্জামানসহ পাঁচ জনের নাম উল্লেখ করে তেরখাদা থানায় একটি মামলা হয়েছে। আহত চিকিৎসক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘রবিবার রাত ৮টার দিকে চেয়ারম্যান এসএম অহিদুজ্জামানের লোকজন এসে জানায়, চেয়ারম্যানের স্ত্রী অসুস্থ, তাদের বাড়ি যেতে হবে। তখন স্বাস্থ্য কমপ্লেক্সে অন্য কোন চিকিৎসক ছিলেন না। হাসপাতাল ফেলে যাওয়া ঠিক হবে না ভেবে স্বাস্থ্য সহকারী আরশিল আজীমকে চেয়ারম্যানের বাড়ি পাঠানো হয়। কিছু সময় পর একদল লোক এসে তাকে মারধর শুরু করে। তাদের মারপিটে একটি দাঁত ভেঙ্গে গেছে। শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে।’ অভিযোগ অস্বীকার করে তেরখাদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম অহিদুজ্জামান বলেন, ‘আমার লোকজন হাসপাতালে গিয়ে দেখে কোন চিকিৎসক নেই। অনেক খোঁজাখুঁজির পর একজনকে পাওয়া যায় হাসপাতালের বাইরে। সে নিজে না এসে স্বাস্থ্য সহকারী পাঠিয়েছে। এতে হয়ত ছেলেরা ক্ষিপ্ত হয়ে চড়-থাপ্পর মেরেছে। তিনি পড়ে ঘটনাস্থলে গেছেন বলে জানান। তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ আহসানুল কবির জানান, ডাঃ মামুন শারীরিক ও মানসিকভাবে ভেঙ্গে পড়ায় তাকে জেনারেল হাসপাতাল থেকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার স্বাস্থ্য বিভাগের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছিলেন। তারা বিভিন্ন জনের সঙ্গে কথা বলেছেন। থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ অন্য নেতৃবৃন্দও হাসপাতালে গিয়ে সমবেদনা জানিয়েছেন বলে তিনি জানান। তেরখাদা থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা আহসান হাবিব বলেন, চিকিৎসক আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে এস এম অহিদুজ্জামানসহ ৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন। পুলিশ রানা শেখ নামের এক আসামিকে গ্রেফতার করেছে। বাকিদের আটকের জন্য পুলিশ তৎপর রয়েছে।
×