ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হিজড়ার ফাঁসি দাবী করলো ’আসল হিজড়া’ নামের সংগঠন

প্রকাশিত: ০০:৪৩, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

 হিজড়ার ফাঁসি দাবী করলো ’আসল হিজড়া’ নামের সংগঠন

স্টাফ রিপোর্টার ॥ হিজড়া সেজুতিকে হত্যার উদ্দেশে গুলি করাসহ হিজড়া নির্যাতনের দায়ে ইব্রাহিম ওরফে কচি হিজড়া ও তার সহযোগীদের ফাঁসির দাবি জানিয়েছে ‘আসল হিজড়া সম্প্রদায় নামে একটি সংগঠন। রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই দাবিতে মানববন্ধন করেছে হিজড়া সংগঠনটি। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ৯ ফেব্রুয়ারি দুপুরে হিজড়া ইব্রাহিম ওরফে কচি হিজড়া ও তার সহযোগী স্বপ্না সীমার দল সেজুতিকে হত্যার উদ্দেশে গুলি করে। সেজুতি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ কথা জানিয়ে বক্তারা জানান, অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু ওই আসামিদের সহযোগী সীমা পলাতক থেকে আমাদের প্রাণনাশের হুমকিসহ ভয়ভীতি দেখাচ্ছে। মানবন্ধনে তারা অভিযোগ করে বলেন, কচি হিজরার দল হত্যা, মাদকব্যবসা, চাঁদাবাজি, গুম, অপহরণসহ সব ধরনের অপরাধের সঙ্গে জড়িত। আসল হিজড়া সম্প্রাদায়ের নামে সংগঠনটি জানিয়েছে, ২০০২ সালে উত্তরায় হিজড়াদের দেখভাল করার জন্য কুটকৌশলের আশ্রয় নিয়ে এ সম্প্রাদায়ে যোগ দেয় ইব্রাহিম ওরফে কচি হিজড়ার দল। তারপর থেকে রাজনৈতিক নেতাদের সঙ্গে সখ্যতা রেখে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছে সে। উত্তরায় কচি হিজড়ার কয়েকটি গাড়ি, বাড়ি ও এ্যাপার্টমেন্ট রয়েছে। অবৈধ নারী ব্যবসার সাথেও সে জড়িত। মানববন্ধনে উপস্থিত ছিলেন হিজড়া আপন আক্তার, সোনালী হিজড়া, রিনা হিজড়া প্রমুখ।
×