ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইওয়া ককাসে হাড্ডাহাড্ডি লড়াই ॥ জয় পেলেন হিলারি ও ক্রুজ

প্রকাশিত: ০৫:২৮, ৩ ফেব্রুয়ারি ২০১৬

আইওয়া ককাসে হাড্ডাহাড্ডি লড়াই ॥ জয় পেলেন হিলারি ও ক্রুজ

জনকণ্ঠ ডেস্ক ॥ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই কর্মসূচীর অংশ হিসেবে সোমবার আইওয়া অঙ্গরাজ্যে রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির ককাস অনুষ্ঠিত হয়। রিপাবলিকান দলীয় প্রার্থী মনোনয়নের প্রথম ভোটাভুটিতে টেক্সাসের সিনেটর টেড ক্রুজ জয়ী হন। দ্বিতীয় অবস্থানে থাকেন ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে ডেমোক্রেটিক পার্টিতে বার্নি স্যান্ডার্সকে হারিয়ে জয় পান হিলারি ক্লিনটন। খবর এএফপি ও বিবিসি অনলাইনের। আইওয়া অঙ্গরাজ্যে রিপাবলিকান দলীয় প্রথম ভোটাভুটিতে টেক্সাসের সিনেটর টেড ক্রুজ জয়ী হয়েছেন। তিনি পান ২৮ শতাংশ ভোট। বেফাঁস মন্তব্য করে সবার মনোযোগে আসা রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ধনকুবের ডোনাল্ড ট্রাম্প এগিয়ে থাকবেন বলে মনে করা হলেও ভোটে তিনি দ্বিতীয় হন। তিনি পান মোট ভোটের ২৪ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকেন ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও। ২৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হওয়ার পর টেড ক্রুজ বলেন, ‘আজ রাতের জয় নির্ভীক রক্ষণশীলদের।’ প্রথম ভোটাভুটিতে জয়ী হওয়ায় টেড ক্রুজকে অভিনন্দন জানান ট্রাম্প। তিনি বলেন, দ্বিতীয় অবস্থানে থাকায় ‘সম্মানিত’ বোধ করছেন। অন্যদিকে আইওয়ায় ডেমোক্রেট দলের প্রথম জয় পান সাবেক ফাস্টলেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। হিলারি পেয়েছেন মোট ভোটের ৪৭.৭ শতাংশ প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স ৪৪.৬ শতাংশ। জুলাইয়ে ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় দলই জাতীয় কনভেনশনের মাধ্যমে দলের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করবে। হিলারি ও স্যান্ডার্সের মধ্যে প্রাপ্ত ভোটের ব্যবধান ছিল সামান্যই। বিশ্লেষকরা বলছেন, আইওয়ার এই ভোট পরবর্তী ককাস ও প্রাইমারিগুলোর ওপর প্রভাব ফেলতে পারে। কৌশলগত দিক দিয়ে আইওয়া ককাসের ভোট সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর ফলাফল অন্যান্য অঙ্গরাজ্যের ভোটারদের চিন্তাধারা ঠিক করে দিতে পারে। গত কয়েক দশকের মধ্যে এবারই প্রথম আইওয়া ককাস সম্পর্কে আগে থেকে কোন পরিষ্কার ধারণা করা যায়নি। এজন্য আইওয়ার দিকেই সবার দৃষ্টি ছিল। ২০০৮ সালের নির্বাচনে ডেমোক্রেট দলীয় প্রথম ককাস ৩ জানুয়ারি হয়েছিল। তাতে ইলিনয়ের গবর্নর (বর্তমান প্রেসিডেন্ট) বারাক ওবামা নিউইয়র্কের সিনেটর হিলারিকে হারিয়েছিলেন। ওই ঘটনা ওবামাকে দলীয় মনোনয়ন প্রতিযোগিতায় এগিয়ে দিয়েছিল। পর্যায়ক্রমে বাকি ৪৯টি অঙ্গরাজ্যেই ককাস ও প্রাইমারি অনুষ্ঠিত হবে। এ মাসের ৯ তারিখ নিউ হ্যাম্পশায়ারে দলদুটোর প্রাইমারি অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, এতে হিলারি ও স্যান্ডার্সের আরও প্রবল প্রতিদ্বন্দ্বিতা হবে। কারণ স্যান্ডার্স পার্শ্ববর্তী ভারমন্ট অঙ্গরাজ্যে থেকে আসায় নিউ হ্যাম্পশায়ারে তিনি ভাল অবস্থানে থাকবেন।
×