ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

লক্ষ্মীপুরে আমনে পোকার আক্রমণ, ব্যাপক ক্ষতি

প্রকাশিত: ০৪:০৪, ২৮ অক্টোবর ২০১৫

লক্ষ্মীপুরে আমনে পোকার আক্রমণ, ব্যাপক ক্ষতি

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২৭ অক্টোবর ॥ জেলার বিভিন্ন স্থানে রোপা আমন ধানে ব্যাপক হারে পোকার আক্রমণ দেখা দিয়েছে। রামগতি উপজেলা, সদর, কমলনগর, রায়পুরসহ পাঁচটি উপজেলায় উঠতি আমন ক্ষেতে পাতা মোড়ানো, কারেন্ট পোকাসহ বিভিন্ন পোকার আক্রমণ দেখা দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে রামগতি, রায়পুর ও সদর উপজেলার বিস্তীর্ণ অঞ্চলে। পোকার আক্রমণ দেখা দেয়ায় কৃষক কাক্সিক্ষত ফলন থেকে বঞ্চিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। সরেজমিনে দেখা যায় মাঠের পর মাঠ পোকার আক্রমণে রোপা আমনের ব্যাপক ক্ষতি লক্ষ্য করা গেছে। কীটনাশক ছিটিয়েও কৃষক কোন ফল পাচ্ছে না। অথচ ক’টা দিন পরই তাদের কাক্সিক্ষত ফসল ঘরে তোলার আশা ছিল। সর্বস্ব হারিয়ে কৃষক এখন দিশেহারা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানিয়েছে, চলতি বছর জেলায় ৭৯ হাজার হেক্টর জমিতে রোপা আমনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়। কৃষি বিভাগ দাবি করছে, আবাদ করা হয়েছে ৭৯ হাজার ৭৫০ হেক্টর জমিতে। চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে, এক লাখ ৮৭ হাজার ৩৩৮ মে.টন। তবে সম্প্রতি টানা বর্ষণে এবং মেঘনার প্রচন্ত জোয়ারের ফলে পানিতে ফসলি ক্ষেত ডুবে যাওয়ায় ও ভ্যাপসা গরমে কচি পাতায় পাতা মোড়ানো পোকার আক্রমণ দেখা দিয়েছে। এতে হাজার হাজার টাকা খরচ করেও লোকসানের মুখে পড়েছে, কৃষক। লৌহজংয়ে পুলিশী বাধায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী প- স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজংয়ে পুলিশী বাধায় প- হয়ে গেছে যুবদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। মঙ্গলবার বিকেলে এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। কিন্তু পুলিশী বাধার কারণে তিনি ঘোড়দৌড়বাজের বিএনপি কার্যালয়ে আয়োজিক অনুষ্ঠানে প্রবেশ করতে পারেননি বলে দাবি করেছেন। পুলিশ দলীয় নেতাকর্মীদের বের করে দিয়ে কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন।
×