ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সাধারণ বিজ্ঞান

প্রকাশিত: ০৭:৫১, ৩০ আগস্ট ২০১৫

সাধারণ বিজ্ঞান

(পূর্ব প্রকাশের পর) ২২. বাস্তুতন্ত্রে প্রাণহীন সব উপাদান কী নামে পরিচিত? ক) খাদক খ) উৎপাদক গ) অজীব ঘ) জীব ২৩. দেহের খ-ায়ন দ্বারা প্রজনন হয় কোনটিতে? ক) মিউকর খ) এগারিকাস গ) সাইকাস ঘ) পাইনাস ২৪. মহাবিশ্বের যেসব অংশে পদার্থ বেশি ঘনীভূত হয়েছে তাকে কী বলে? ক) ছায়াপথ খ) গ্যালাক্সি গ) মহাকাশ ঘ) মহাশূন্য ২৫. পানিতে নিমজ্জিত উদ্ভিদ কী দ্বারা পানি শোষণ করে? ক) কা- খ) পাতা গ) মূল ঘ) সারা দেহ ২৬. মহাকর্ষ বল নিচের কোনটির ওপর নির্ভর করে? ক) বস্তর ভর খ) মাধ্যমের প্রকৃতি গ) বস্তুর আকৃতি ঘ) বস্তুর প্রকৃতি ২৭. এক্টোডার্মে বৈশিষ্ট্যপূর্ণ কোষ কোনটি? ক) সিলোম খ) ট্রাকিয়া গ) নিডোব্লাস্ট ঘ) হিমোসিল ২৮. পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল বাধাগ্রস্ত হয় তাকে কী বলে? ক) বৈদ্যুতিক বিভব খ) চার্জ গ) রোধ ঘ) কুলম্ব ২৯. বিভাজনের পূর্বে নিউক্লিয়াসের যে প্রস্তুতমূলক কাজ হয়, সেই দশাকে কী বলে? ক) বিল্ডিং ফেজ খ) গ্রোথ ফেজ গ) ইন্টারফেজ ঘ) ক্যারিওফেজ ৩০. মোমের দহনে- র. রাসায়নিক পরিবর্তন হয় রর. ভৌত পরিবর্তন হয় ররর. কিছু মোম বাষ্পীভূত হয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) র, রর ও ররর ৩১. পুকুরের ৩য় স্তরের খাদক কোনটি? ক) ছোট মাছ খ) বোয়াল গ) চিংড়ি ঘ) ব্যাকটেরিয়া সঠিক উত্তর: ২২. (গ) ২৩. (ক) ২৪. (খ) ২৫. (ঘ) ২৬. (ক) ২৭. (গ) ২৮. (গ) ২৯. (গ) ৩০. (ঘ) ৩১. (খ)
×