ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বেবি নাজনীন আটক, পরে মুক্ত

প্রকাশিত: ০৮:১৪, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

বেবি নাজনীন আটক, পরে মুক্ত

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে খাবার দিতে গিয়ে আটক হওয়া কণ্ঠশিল্পী বেবি নাজনীনকে পুলিশ ছেড়ে দিয়েছে। রবিবার রাত সাড়ে আটটার দিকে তাকে ছেড়ে দেয়া হয়। বেবি নাজনীনকে ছেড়ে দেয়া হয়েছে বলে গুলশান থানা পুলিশ জানিয়েছে। এর আগে সন্ধ্যা সোয়া সাতটার কিছু পরে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থেকে নারী পুলিশ সদস্যরা বেবি নাজনীনকে টেনে তাদের গাড়িতে তুলে নেন। নারী পুলিশ সদস্যদের বহনকারী মাইক্রোবাসটিকে সে সময় গুলশান থানার দিকে চলে যেতে দেখা যায়। জানা যায়, সন্ধ্যা সোয়া সাতটার দিকে বেবি নাজনীন খালেদা জিয়ার জন্য খাবার নিয়ে গুলশান কার্যালয়ে যান। এ সময় পুলিশ তাকে কার্যালয়ের সামনে থেকে ফেরত যেতে অনুরোধ করে। বেবি নাজনীন তাদের উদ্দেশে তখন বলেন, আমি আমার মায়ের জন্য দই, স্যুপ ও খাবার নিয়ে এসেছি। আমি বিদেশে ছিলাম। মা অনেকদিন ধরে না খেয়ে আছে। মাকে খাওয়ানোর পর আমি চলে যাব। আমি একজন সঙ্গীতশিল্পী। এখানে এসেছি খালেদা জিয়ার মেয়ে হিসেবে। আমাকে ভেতরে যেতে দিন। ফটকের সামনে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তখন কার্যালয়ে প্রবেশের অনুমতি নেই বলে বেবি নাজনীনকে জানায়।
×