ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে বিচারকের সই জাল করে দুই শিবির ক্যাডারের জামিন নেয়ার চেষ্টা

প্রকাশিত: ০৫:২৯, ৭ ডিসেম্বর ২০১৪

চট্টগ্রামে বিচারকের সই জাল করে দুই শিবির ক্যাডারের জামিন নেয়ার চেষ্টা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বিচারকের সিল ও স্বাক্ষর জাল করে চট্টগ্রাম কারাগার থেকে ভুয়া জামিননামায় বের হতে গিয়ে ধরা পড়েছে সাতকানিয়ার দুই শিবির ক্যাডার। জেল কর্তৃপক্ষ বিষয়টি টের পাওয়ার পর জামিন প্রক্রিয়া বন্ধ করে তাদের আবার কারা অভ্যন্তরে পাঠিয়ে দেয়। শুক্রবার বিকেলে আটক শিবির ক্যাডার আবদুল আজিজ ও মোঃ বেলাল জামিনে জেল থেকে বের হওয়ার চেষ্টা করে। দুজনই সাতকানিয়া থানায় ৩টি ভাংচুর মামলার আসামি। জানা গেছে, আজিজ এবং বেলালকে জামিন মঞ্জুরের বিষয় সম্পর্কিত প্রয়োজনীয় কাগজপত্র চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আসে। তখন শুরু হয় ওই দুজনকে জামিন দেয়ার প্রক্রিয়া। জেল কর্তৃপক্ষ জামিনের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষার পর বিচারকের স্বাক্ষরের গরমিল দেখতে পান। বিষয়টি সন্দেহ হওয়ার পর যাচাই করলে জালিয়াতির ঘটনাটি ধরা পড়ে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান নাসরিনের স্বাক্ষর জাল করে জামিননামাগুলো চট্টগ্রাম আদালতে আনা হয়েছিল। ভুয়া প্রমাণিত হওয়ায় তাদেরকে পুনরায় জেল অভ্যন্তরে পাঠিয়ে দেয়া হয়েছে। এ ব্যাপারে জেল কর্তৃপক্ষ কোতোয়ালী থানায় একটি জিডি করেছে।
×