ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর

টাইগারদের ক্যাম্প ২১ সেপ্টেম্বর থেকে শুরু

প্রকাশিত: ২৩:২৯, ১৯ আগস্ট ২০২০

টাইগারদের ক্যাম্প ২১ সেপ্টেম্বর থেকে শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের শ্রীলঙ্কা সফরে যাওয়ার সময় নির্ধারণ হয়ে গিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে জানানো হয়েছে, ২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এবং হাইপারফর্মেন্স (এইচপি) দলের ক্রিকেটাররা। শ্রীলঙ্কায় যাওয়ার সূচীতে কিছুটা পরিবর্তন হতে পারে। ২১ সেপ্টেম্বর জাতীয় দলের ক্রিকেটারদের ক্যাম্প শুরু হবে। কয়েকদিন দেশের মাটিতে ক্যাম্প করে এরপর শ্রীলঙ্কায় যাবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এর আগে ১৮ সেপ্টেম্বর ক্রিকেটারদের বাড়িতে গিয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানই বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার সংবাদমাধ্যমকে তিনি বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানান। জাতীয় দল ঘোষণা করা হবে ১০-১৫ সেপ্টেম্বরের দিকে। সেক্ষেত্রে জাতীয় দলের শ্রীলঙ্কা যাওয়ার সময় দুই-একদিন আগে-পরে হতে পারে। তিনি বলেন, ‘আমরা ১৮ তারিখে সবার (ক্রিকেটারদের) বাসায় গিয়ে কোভিড-১৯ টেস্ট করাব। এরপর ২০ তারিখের দিকে হোটেলে রাখার চিন্তা-ভাবনা করেছি। এরপর অনুশীলন করব ২১ তারিখ থেকে। কিছুদিন অনুশীলন করার পর আমরা শ্রীলঙ্কা যাব। আমরা চেষ্টা করব ১০ থেকে ১৫ তারিখের মধ্যে দল দিয়ে দিতে। আমরা সংখ্যাটা একটু বাড়াব। ২০ থেকে ২২ জনের চিন্তা-ভাবনা করেছি। কারণ কোভিড-১৯ নিয়ে যাওয়া যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ না।’ ক্যাম্প শুরু হওয়ার আগেই জাতীয় দলের কোচিং স্টাফদের আসতে হবে। সেক্ষেত্রে বিদেশ থেকে বাংলাদেশে আসলে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নিয়মও মানতে হবে। তার মানে কোচিং স্টাফদের সেপ্টেম্বরের শুরুতেই এসে পড়তে হবে। আকরাম জানান, ‘কোচিং স্টাফরা আগামী মাসের প্রথমদিকে এসে পড়বে। কোয়ারেন্টাইনে থাকার পরই তারা মাঠে এসে অনুশীলন করাতে পারবেন।’ তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। থাকছে না কোন টি২০ ম্যাচ। প্রথম টেস্ট শুরু হবে ২৪ অক্টোবর। এক মাস আগেই বাংলাদেশ দলের ক্রিকেটাররা শ্রীলঙ্কা সফরে যাবেন। সেখানে গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার নিয়ম মানতে হবে। আবার একাধিকবার করোনা পরীক্ষার মধ্যেও পড়তে হবে। দেশেও ক্রিকেটারদের একাধিকবার করোনা পরীক্ষা করানো হবে। লম্বা সফরের কথা চিন্তা করে স্কোয়াডে ২০-২২ ক্রিকেটারকে রাখা হবে। সব চূড়ান্ত। কিন্তু পূর্ণাঙ্গ সূচী আর শ্রীলঙ্কায় গিয়ে ক্রিকেটাররা কতদিন কোয়ারেন্টাইনে থাকবে এটা নিয়ে এখনও নিশ্চিত হতে পারছে না বিসিবি। আকরাম বলেছেন, ‘এটা অনেক বড় সফর। কোয়ারেন্টাইনে কতদিন থাকতে হবে সেটাও আমরা নিশ্চিত হতে পারিনি, এসবের ওপর নির্ভর করছে। কোচরা এসে আবার এখানে কোয়ারেন্টাইনে থাকবে, এরপর অনুশীলন শুরু হবে। সবকিছু মিলিয়ে কঠিন, তারপরও আমরা আগে থেকে প্রস্তুতি নিয়ে নিচ্ছি যেন কোন ঝামেলায় না পড়ি।’ শ্রীলঙ্কায় গিয়ে ৩-৪টি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচগুলো এইচপি দলের সঙ্গেই খেলবে বাংলাদেশ জাতীয় দল। দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকায় ম্যাচের জন্য একাদশ গঠন করতে আসলে প্রস্তুতি ম্যাচগুলোই ভরসা হয়ে ধরা দিচ্ছে। প্রস্তুতি ম্যাচ থেকেই ম্যাচের জন্য খেলোয়াড় বাছাই করবেন নির্বাচকরা। ক্রিকেটারদের ফিটনেস এবং পারফর্মেন্স যাচাই করার সুযোগ প্রস্তুতি ম্যাচ থেকেই পাবে বিসিবি। তাই লম্বা বহর নিয়েই শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ। যেন যাচাই-বাছাই করে সুযোগ দেয়া যায়। আকরাম বলেছেন, ‘যেটা বললাম সংখ্যাটা বাড়াব, স্কোয়াডটা বাড়াব। এর মধ্যে সর্বশেষ যারা খেলেছে তারা তো থাকবেই। এ ছাড়া আমরা তিন চারটা অনুশীলন ম্যাচ খেলব সেখান থেকেও বাছাইয়ের সুযোগ থাকবে। শ্রীলঙ্কায় ওয়ার্মআপ ম্যাচ খেলব ৩-৪টা। সেখানেও নির্বাচকদের অপশন থাকবে। কিছু করার নেই তো যেহেতু সর্বশেষ ৫-৬ মাস কোন খেলা নেই।’ বাড়িতে গিয়ে করোনা পরীক্ষা করানো হবে মুশফিক-তামিমদের। আকরাম বলেন, ‘আজকে (মঙ্গলবার) এসে (বিসিবি কার্যালয়ে) কিছু জিনিসে পরিবর্তন হয়েছে। দুই চারদিন এদিক সেদিক হচ্ছে। ১৮ তারিখ আমরা সবার বাসায় গিয়ে কোভিড টেস্ট করব। এরপর ২০ তারিখের দিকে হোটেলে ওঠার চিন্তা-ভাবনা করেছি। ২১ তারিখ থেকে কিছুদিন অনুশীলন করে আমরা শ্রীলঙ্কায় যাব।’ সঙ্গে যোগ করেন, ‘আমরা এখানে ১৮ তারিখ একবার করব (করোনা পরীক্ষা)। ২১ তারিখ একবার করব এবং যাওয়ার আগে একবার করব। সেখানে গিয়েও করবে, যতটুকু শুনলাম শ্রীলঙ্কা বোর্ডও ঘন ঘন টেস্ট করাবে। এরপরও কেউ আক্রান্ত হলে কোয়ারেন্টাইনে রাখতে হবে। এসব নিয়েই চিকিৎসকদের সঙ্গে আলাপ-আলোচনা হচ্ছে। যতটুকু সতর্ক থাকা যায় আরকি।’
×