ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ইউনাইটেড-আর্সেনালের হতাশার রাত

প্রকাশিত: ১০:০৫, ৩ ডিসেম্বর ২০১৯

 ইউনাইটেড-আর্সেনালের হতাশার রাত

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগের অন্যতম সেরা দুই ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং আর্সেনাল। কিন্তু ক্রমেই যেন হারিয়ে যাচ্ছে তাদের সেই গৌরবময় সব সাফল্য গাথা। চলতি মৌসুমেও খুব বাজে সময় পার করছে ক্লাব দুটি। ইংলিশ প্রিমিয়ার লীগে রবিবারও পয়েন্ট হারিয়েছে আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড। নরউইচ সিটির মাঠে এদিন ২-২ গোলে ড্র করেছে আর্সেনাল। দিনের আরেক ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড নিজেদের মাঠে একই ব্যবধানে ড্র করেছে এ্যাস্টন ভিলার সঙ্গে। এর ফলে চতুর্থ স্থানে থাকা চেলসির তুলনায় আট পয়েন্ট পিছিয়ে নবম স্থানেই থাকল ওলে গানার সোলসজায়েরের দল। ১ পয়েন্ট বেশি নিয়ে ইংলিশ প্রিমিয়ার লীগের অষ্টম স্থানে অবস্থান করছে আর্সেনাল। ওল্ডট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড এদিন এ্যাস্টন ভিলাকে আতিথ্য দেয়। তবে ম্যাচের শুরুতেই গোল হজম করে বসে স্বাগতিকরা। এবারের মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন এ্যাস্টন ভিলার অধিনায়ক জ্যাক গ্রিয়ালিশ। নিজে তিনটি গোল করা ছাড়াও চারটি গোলে সহযোগিতা করেছেন সতীর্থদের। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষেও নিজেকে মেলে ধরলেন দারুণভাবে। শুরু থেকেই তিনি ছিলেন অপ্রতিরোধ্য। প্রথমার্ধের ১১ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেয়াটাই তার বড় প্রমাণ। ডানদিক থেকে আনোয়ার এল গাজির ক্রসে গ্রিয়ালিশ ইউনাইটেড গোলরক্ষক ডেভিড ডি গিয়াকে পরাস্ত করেন। বিরতির ঠিক আগে পেরেইরার ক্রসে মার্কাস রাশফোর্ডের হেড পোস্টে লেগে ফেরত আসলে হিটনের কারণে আত্মঘাতী গোল হজম করে ভিলা। যে কারণে ১-১ সমতায় থেকে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে আরেকটি কর্নার থেকে ফ্রেডের বাড়ানো বলে লিন্ডেলফের শক্তিশালী হেড আটকানোর উপায় ছিল না হিটনের। তবে ইউনাইটেডের এই লিড বেশীক্ষণ স্থায়ী হয়নি। দুই মিনিটের মধ্যে মিংসের ভলিতে অসহায় ডি গিয়ার কার্যত কিছুই করার ছিল না। গোল হজমের পর ইউনাইটেড অফসাইডের আবেদন করলেও ভিএআর প্রযুক্তি তা নাকচ করে দেয়। এর ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দুই দলকে। বুধবার ওল্ডট্র্যাফোর্ড সফরে আসবে দুই পয়েন্ট এগিয়ে থাকা পুনর্জাগরিত টটেনহ্যাম হটস্পার। যারা এখন লীগ টেবিলের দুই নম্বরে। সেই ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ। সমর্থকরাও আলাদা করে চোখ রাখবেন সেই ম্যাচে। কেননা দীর্ঘদিন পর আবারও যে ওল্ডট্র্যাফোর্ডে ফিরতে যাচ্ছেন জোশে মরিনহো। ১১ মাস আগে ইউনাইটেড থেকে বহিষ্কৃত হয়েছিলেন স্পেশাল ওয়ান। এর পরের সময়টাতে অন্য কোন ক্লাবে যোগ দেননি তিনি। তবে সম্প্রতি মাউরিসিউ পোচেত্তিনোকে বরখাস্ত করে স্পার্শরা। আর সেই সুযোগেই কপাল খুলে যায় পর্তুগীজ কোচের। কোচ হিসেবে টটেনহ্যামে যোগ দেন তিনি। ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে তাই স্বাভাবিকভাবেই জয় নিয়ে মাঠ ত্যাগ করতে চাইবেন মরিনহো। তাছাড়া কোচ হওয়ার পর থেকেই দুর্দান্ত ফর্মে ফিরেছে তার দল। প্রথম তিন ম্যাচের সবকটিতেই জয়ের দেখা পেয়েছে টটেনহ্যাম হটস্পার। এদিকে নরউইচ সিটির বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও ড্র নিয়ে মাঠ ছেড়েছে আর্সেনাল। এর পেছনে বড় ভূমিকা রাখেন পিয়েরে এমেরিক অবামেয়াং। প্রতিপক্ষের বিপক্ষে দুটি গোলই করেছেন তিনি। এদিন ওল্ভস বনাম শেফিল্ড ইউনাইটেডের ম্যাচটিও ১-১ গোলে ড্র হয়। তবে লিচেস্টার সিটি ২-১ গোলে হারিয়েছে এভারটনকে।
×