ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আয়ান মোস্তফা নূর

দলবদলের চমক তারা

প্রকাশিত: ১২:০৭, ৩১ জুলাই ২০১৯

দলবদলের চমক তারা

শেষের দিকে গ্রীষ্মকালীন দলবদল। তবে এবারের দলবদলে বড় চমকটা উপহার দিয়েছে রিয়াল মাদ্রিদ। সকল জল্পনা-কল্পনা এবং অপেক্ষার অবসান ঘটিয়ে ইডেন হ্যাজার্ডকে কিনে নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। হ্যাজার্ডকে আগামী পাঁচ মৌসুমের জন্য দলে টেনেছে তারা। ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত লস ব্লাঙ্কোস শিবিরে থাকার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। হ্যাজার্ডের ট্রান্সফার ফি নিয়ে এখনও মুখ খোলেনি কোন ক্লাবই। তবে আমেরিকান গণমাধ্যম সিএনএন তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, তাকে দলে পাওয়ার জন্য রিয়ালকে খরচ করতে হচ্ছে প্রায় ১০০ মিলিয়ন ইউরো। দলবদলের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হ্যাজার্ড লিখেন, ‘চেলসি ছেড়ে যাওয়াটা এখন পর্যন্ত আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় ও কঠিন সিদ্ধান্ত।’ ২০১২ সালে ফরাসী ক্লাব লিলে থেকে চেলসিতে নাম লেখান হ্যাজার্ড। এরপর ব্লুজদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫২ ম্যাচে ১১০ গোল করেছেন তিনি। এ সময়ের মধ্যে দুটি ইংলিশ প্রিমিয়ার লিগ, দুটি ইউরোপা লিগ, একটি এফএ কাপ ও একটি লিগ কাপ জিতেছেন তিনি। চেলসির বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চারবার। সবশেষ ২০১৮-১৯ মৌসুমটা দুর্দান্ত কেটেছে হ্যাজার্ডের। প্রিমিয়ার লিগে গোল করেছিলেন ১৬টি, করিয়েছিলেন ১৫টি। গেল মাসে ইউরোপা লিগের ফাইনালে জোড়া গোল পেয়েছিলেন হ্যাজার্ড। শিরোপা জেতার পর ইঙ্গিত দিয়েছিলেন চেলসি ছাড়ার। অবশেষে শেষ হয়েছে সব গুঞ্জন। স্বপ্নের ক্লাবের জার্সি পরে মাঠ মাতানোর সুযোগ পাচ্ছেন হ্যাজার্ড। সেই ২০১৭ সালের জুনেই তিনি জানিয়েছিলেন, রিয়াল তার স্বপ্নের ক্লাব। এবারে তা পরিণত হয়েছে বাস্তবে। নতুন মৌসুমে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের জার্সিতে মাঠ মাতাতে প্রস্তুত বেলজিয়ামের তারকা এডেন হ্যাজার্ড। বার্সিলোনার সাবেক তারকা স্যামুয়েল ইতোর মতে হ্যাজার্ড এরই মধ্যে নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন। যার প্রমাণ তার গত মৌসুমের পারফরম্যান্স। ইতো জানালেন, হ্যাজার্ড অনেকটাই আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির কাছাকাছি পৌঁছে গেছেন। জাতীয় দলে কিছুই না পাওয়া মেসি ক্লাব ক্যারিয়ারে সবই পেয়েছেন। সম্ভাব্য সব রেকর্ডই নিজের করে নিয়েছেন। প্রতি মৌসুমে নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন পাঁচবারের ব্যালন ডি অর জয়ী বার্সার তারকা মেসি। স্প্যানিশ লিগে আর্জেন্টাইন এই তারকাকে এবার চ্যালেঞ্জ জানাবেন হ্যাজার্ড, এমনটি বিশ্বাস ইতোর। বার্সা এবং চেলসি দুই দলের জার্সিতে খেলা ইতো জানান, আগামী মৌসুমের পারফরম্যান্স দিয়েই হ্যাজার্ড ব্যালন ডি অর জিতবে। মেসিকে সে স্প্যানিশ লিগে চ্যালেঞ্জ ছুড়ে দেবে। সে দারুণ এক ফুটবলার, এরই মধ্যে সে মেসির লেভেলে পৌঁছে গেছে। বিশ্বের সেরা দলে নিজেকে মানিয়ে খেলতে পারলে হ্যাজার্ডের দিকেই তাকিয়ে থাকবে সবাই। আমি চাইব সে যখন মেসির বার্সার বিপক্ষে খেলতে নামবে তখন যেন শতভাগ ফিট না থাকে। এদিকে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বার্সেলোনায় পাড়ি জমিয়েছেন এ্যান্তনি গ্রিজম্যান। ১২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে এ্যাটলেটিকো মাদ্রিদ থেকে বিশ্বকাপ বিজয়ী এই তারকাকে দলে ভিড়িয়েছে কাতালান জায়ান্টরা। এক বছর আগে বার্সার সঙ্গে গ্রিজম্যানের চুক্তি প্রায় হয়েই গিয়েছিল। তবে শেষ পর্যন্ত বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি। বার্সিলোনার ওয়েবসাইটে পোস্ট করা একটি ভিডিও বার্তায় গ্রিজম্যান বলেন, ‘আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা আমাকে শিখিয়েছিলেন ট্রেন শুধু একবার ঘুড়ে আসে না। এখন নতুন ঠিকানায় নতুন চ্যালেঞ্জ নেয়ার সময় এসেছে। অবশেষে আমার যাওয়ার পথ উন্মুক্ত হয়েছে।’ বার্সিলোনার পক্ষ থেকে চুক্তির বিষয়টি ঘোষণা দেয়ার সঙ্গে সঙ্গে এ্যাটলেটিকো জানায় তারা বিশ্বাস করে এই ধরনের একজন খেলোয়াড়ের জন্য রিলিজ ক্লজের অর্থ পর্যাপ্ত ছিল না। চলতি মাসের শুরুতে এর পরিমাণ ছিল ২০০ মিলিয়ন। কিন্তু বিভিন্ন আলোচনার পর তা ১২০ মিলিয়নে নামিয়ে আনা হয়। তারা জানিয়েছে বিষয়টি নিয়ে গ্রিজম্যান স্প্যানিশ ফুটবল লীগের সদর দফতর পর্যন্ত গিয়েছিল যা অনেকটা চুক্তিবহির্ভূত কাজ। তবে শেষ পর্যন্ত দুই ক্লাবের মধ্যে ২৮ বছর বয়সী গ্রিজম্যানকে নিয়ে আলোচনা-সমালোচনার অধ্যায় তো শেষ হলো। এ্যাটলেটিকো দাবি জানিয়েছিল মার্চে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ১৬ তে জুভেন্টাসের বিপক্ষে দ্বিতীয় লেগের লড়াইয়ের একদিন আগে গ্রিজম্যান বার্সার সঙ্গে চুক্তির সিদ্ধান্ত চূড়ান্তভাবে তাদের জানিয়ে দিয়েছিল। ২০১৪ সালে এ্যাটলেটিকোতে যোগ দেয়া গ্রিজম্যান ২৫৭ ম্যাচে ১৩৩ গোল করেছেন। ২০১৮ সালে ইউরোপা লিগের শিরোপা জয়ে তার অনবদ্য অবদান ছিল। ২০১৬ ইউরো প্রতিযোগিতায় গ্রিজম্যান গোল্ডেন বুট পেয়েছিলেন। ঘরের মাঠের ওই আসরে ফাইনালে পর্তুগালের কাছে পরাজিত হয়ে হতাশ হয়েছিল ফ্রান্স। গত বছর রাশিয়া বিশ্বকাপে শিরোপা জয়েও তিনি ভূমিকা রেখেছেন। গ্রিজম্যানের বিদায় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই গত সপ্তাহে বেনফিকা থেকে উঠতি তারকা হুয়াও ফেলিক্সকে ১২৬ মিলিয়ন ইউরোতে দলভুক্ত করেছে এ্যাটলেটিকো। এর মাধ্যমে ১৯ বছর বয়সী এই তরুণ ফরোয়ার্ড বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ের তালিকায় শীর্ষ পাঁচের মধ্যে স্থান করে নেন। গত মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় বেনফিকার হয়ে ফেলিক্স ২০টি গোল করা ছাড়াও ১১টি গোলে সহযোগিতা করেছেন। প্রিমিয়ারা লিগের শিরোপা ছাড়াও ইউরোপা লিগে বেনফিকা কোয়ার্টার ফাইনালে খেলেছে। এ ছাড়া এই দলবদলে চমক দেখিয়েছে জুভেন্টাসও। ম্যাথিস ডি লিটকে দলে ভিড়িয়েছেন তারা। তাকে কিনতে ইতালিয়ান চ্যাম্পিয়নদের খরচ পড়ল ৬৭ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড (৭৫ মিলিয়ন ইউরো)। খেলোয়াড়টিকে পাঁচ বছরে ৬৩ মিলিয়ন পাউন্ড পারিশ্রমিক দেবে, বোনাস হিসেবে পেতে পারেন আরো ১০ দশমিক ৮ মিলিয়ন পাউন্ড। মেধাবী এ ডিফেন্ডারকে দলভুক্ত করতে পেরে জুভেন্টাস ম্যানেজমেন্ট ভীষণ আনন্দিত, তেমনি ম্যাথিস ডি লিটও পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে একই ক্লাবে খেলবেন বলে অনেক অনেক আনন্দিত। গত মৌসুমে আয়াক্স ও হল্যান্ড জাতীয় দলের হয়ে দুর্দান্ত খেলেন ডি লিট। বার্সিলোনা, রিয়াল মাদ্রিদ, ম্যানইউ, পিএসজির মতো ক্লাব তাকে দলে টানার আগ্রহ প্রকাশ করে। তার ক্লাব সতীর্থ ফ্রেংকি ডি ইয়ংকে তো মৌসুমের মধ্য পথেই কিনে নিয়েছে বার্সা। গুঞ্জন ছিল, ইয়ংকে অনুসরণ করে ন্যু ক্যাম্পেই পরের ঠিকানা গড়তে পারেন ডি লিট। বার্সারও আশা ছিল, ক্যারিয়ারের শেষ অধ্যায়ে প্রবেশ করা জেরার্ড পিকের যোগ্য উত্তরসূরি হিসেবে ডি লিটকে পাবে তারা। তবে কাতালানদের হতাশই করলেন তিনি। লিওনেল মেসির বার্সিলোনার চেয়ে রোনাল্ডোর জুভেন্টাসকেই বেছে নিলেন আয়াক্স তারকা।
×