ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বার্সার আরেকটি দুঃসংবাদ

প্রকাশিত: ০৭:১৩, ১০ নভেম্বর ২০১৮

বার্সার আরেকটি দুঃসংবাদ

স্পোর্টস রিপোর্টার ॥ বার্সিলোনার প্রাণভোমরা লিওনেল মেসি। কিন্তু ইনজুরির কারণে পুরোপুরি ফিট হয়ে এখনও মাঠে ফিরতে পারেননি এলএম টেন। এর মধ্যেই বার্সাভক্তদের জন্য আরও একটি দুঃসংবাদ। মেসির পর ইনজুরিতে পড়েছেন ফিলিপে কুটিনহো। বার্সিলোনার আর্জেন্টাইন স্ট্রাইকারের পর এবার তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন কুটিনহো। হ্যামস্ট্রিং ইনজুরির জন্যই দেশ ও ক্লাবের হয়ে ব্রাজিল তারকা খেলতে পারবেন না বলে জানিয়েছে বার্সিলোনা। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে মঙ্গলবারই ইন্টার মিলানের বিপক্ষে পুরো ম্যাচ খেলেছেন কুটিনহো। ওই ম্যাচে তার এ্যাসিস্ট থেকেই গোলও করেছেন ম্যালকম। ওই ম্যাচের এক পর্যায়ে আঘাত পেয়েছিলেন কুটিনহো কিন্তু চিকিৎসা নিয়ে খেলেছেন পুরো সময়। পরে স্ক্যানে তার ইনজুরি ধরা পড়ে। নিজেদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বার্সিলোনা জানিয়েছে, ‘বৃহস্পতিবার সকালে পাওয়া প্রতিবেদন থেকে নিশ্চিত হওয়া গেছে যে, ফিলিপে কোটিনহোর বাঁ পায়ে চিড় ধরা পড়েছে। তাকে আগামী ২-৩ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।’ খুব বেশি তাড়াতাড়ি সেরে উঠতে না পারলে চলতি নবেম্বরে আর হয়তো মাঠে দেখা যাবে না লিভারপুলের সাবেক এ তারকাকে। বার্সিলোনার হয়ে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লীগের সঙ্গে এই সময়ে খেলতে পারবেন না ব্রাজিলের জার্সিতেও। বর্তমান বিশ্ব ক্লাব ফুটবলে দাপট দেখাচ্ছেন ব্রাজিলিয়ানরা। এর মধ্যে কুটিনহোর ক্লাব সতীর্থ ম্যালকমও রয়েছেন আলোচনার শীর্ষে। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে মঙ্গলবার ইন্টার মিলানের সঙ্গে ১-১ গোলে নাটকীয়ভাবে ড্র করে বার্সিলোনা। এই ম্যাচে কাতালানদের জার্সিতে একমাত্র গোলটি করেন ম্যালকম। বদলি হিসেবে মাঠে নেমেই বার্সাকে গোল করে এগিয়ে দেন এই ব্রাজিলিয়ান। অভিষেকে গোল করেই সব আলো কেড়ে নেন এই ব্রাজিলিয়ান। সেই ম্যাচে ড্র করেও সবার আগে ইউরোপ সেরার এই টুর্নামেন্টের শেষ ষোলোর টিকেট নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্টরা। গ্রুপপর্বে দুই ম্যাচ হাতে রেখেই পরের রাউন্ডে জায়গা করে নেয় আর্নেস্টো ভালভার্দের দল। চার ম্যাচ থেকে বার্সার দখলে ১০ পয়েন্ট। সমানসংখ্যক ম্যাচ থেকে সাত পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দুইয়ে রয়েছে ইন্টার মিলান। চার পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লীগের অন্যতম সেরা ক্লাব টটেনহ্যাম হটস্পারের অবস্থান তিনে। এদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে বুধবার সবচেয়ে বড় জয় পায় ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে এদিন তারা ৬-০ গোলে পরাজিত করে শাখতার দোনেস্ককে। সেই সঙ্গে শেষ ষোলোতে এক পা দিয়ে রাখল পেপ গার্ডিওলার দল। আর এই ম্যাচেও নায়কের ভূমিকায় ছিলেন চেলসির এক ব্রাজিলিয়ান। চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপপর্বে শাখতার দোনেস্কর বিপক্ষে ম্যাচে যে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেন গ্যাব্রিয়েল জেসুস। সেই সঙ্গে ম্যানসিটির ইতিহাসে জায়গা করে নেন তিনি। ম্যানচেস্টার সিটির ইতিহাসে তৃতীয় ফুটবলার হিসেবে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে হ্যাটট্রিক করার মাইলফলক স্পর্শ করেন এই ব্রাজিলিয়ান। তার আগে এই রেকর্ড গড়েছিলেন আলভারো নেগ্রেদো এবং সার্জিও এ্যাগুয়েরো (দুইবার)। তবে শাখতার দোনেস্কর বিপক্ষে জেসুসের দুটি গোলই এসেছে পেনাল্টি থেকে। গত আট বছরের ইতিহাসে যা প্রথম ঘটনা। তার আগে ইংলিশ প্রিমিয়ার লীগের কোন ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লীগের কোন ম্যাচে পেনাল্টিতে দুটি গোল করেছিলেন ওয়েন রুনি। ২০১১ সালের অক্টোবরে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ওতেলুল গালাতির বিপক্ষে পেনাল্টির সৌজন্যে দুই গোল করেছিলেন ইংলিশ ফুটবলের জীবন্ত কিংবদন্তি ওয়েন রুনি।
×