ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

খাজা রহমতউল্লাহ ক্লাব কাপ হকি শুরু

আবাহনী-মেরিনারের শুভসূচনা

প্রকাশিত: ০৬:২৮, ১৭ এপ্রিল ২০১৮

আবাহনী-মেরিনারের শুভসূচনা

স্পোর্টস রিপোর্টার ॥ সোমবার থেকে ঢাকার মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হয়েছে খাজা রহমতউল্লাহ ক্লাব কাপ হকি। এই প্রথম ঘরোয়া হকি হচ্ছে ফ্লাডলাইটে। উদ্বোধনী দিনের খেলায় নিজ নিজ খেলায় জিতে শুভসূচনা করেছে এ আসরের বর্তমান ও তিনবারের শিরোপাধারী ঢাকা আবাহনী লিমিটেড এবং মেরিনার ইয়াংস ক্লাব। প্রথম ম্যাচে বাংলাদেশ পুলিশকে ৭-১ গোলে উড়িয়ে দেয় আবাহনী। জয়ী দলের মোহাম্মদ মহসিন-২, রোমান সরকার, তাহের আলি-২, কৃষ্ণ কুমার এবং আশরাফুল ইসলাম। বিজিত দলের একমাত্র গোলটি করেন মাহফুজুর রহমান। অপর ম্যাচে মেরিনার ৮-০ গোলে হারিয়ে দেয় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে। এবারের আসরে অংশ নিচ্ছে দেশের ৬টি ক্লাব, যা লীগের ১৩ দলের মধ্যে অর্ধেক! ফলে এতে টুর্নামেন্টের জৌলুস অনেক কমেছে। এই আসরে অংশ নেয়নি গতবারের লীগ রানার্সআপ ঊষা ক্রীড়া চক্র, মোহামেডান স্পোর্টিং ক্লাব, বাংলাদেশ স্পোর্টিং ক্লাব, ওয়ারী ক্লাব, সাধারণ বীমা, ওয়ান্ডারার্স ও আজাদ স্পোর্টিং ক্লাব। ১৯৯৮ সাল থেকে হয়ে আসা এ টুর্নামেন্টে এবারই রেকর্ডসংখ্যক কম দল খেলছে। অথচ ২০১৬ সালে অনুষ্ঠিত সর্বশেষ ক্লাব কাপেও অংশ নিয়েছিল আটটি দল। আমন্ত্রণমূলক টুর্নামেন্ট বলে এ টুর্নামেন্টে কোন ক্লাব না খেললে ফেডারেশনের কিছু করার থাকে না। মাত্র তিন লাখ টাকা বাজেটের ক্লাব কাপে ৬ দল খেলছে ২ গ্রুপে ভাগ হয়ে। ‘এ’ গ্রুপে আবাহনীর সঙ্গে সোনালী ব্যাংক ও বাংলাদেশ পুলিশ হকি ক্লাব এবং ‘বি’ গ্রুপে মেরিনার ইয়াংসের সঙ্গে এ্যাজাক্স স্পোর্টিং ক্লাব ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। এই আসরে কোন প্রাইজমানি থাকছে না। অংশগ্রহণকারী দলগুলোকে দেয়া হবে ২০ হাজার টাকা করে। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে দেয়া হবে ট্রফি। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা পাবেন ১০ হাজার টাকা। সপ্তাহব্যাপী টুর্নামেন্ট শেষ হবে ২২ এপ্রিল ফাইনালের মধ্য দিয়ে।
×