ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ইব্রাহিমোভিচে আগ্রহ নেই সুইডেনের

প্রকাশিত: ০৫:১৬, ২৫ মার্চ ২০১৮

ইব্রাহিমোভিচে আগ্রহ নেই সুইডেনের

স্পোর্টস রিপোর্টার ॥ ইউরো ২০১৬ শেষে অবসরে গিয়েছিলেন ইব্রাহিমোভিচ। সুইডেনের এ বিশ্বখ্যাত ফুটবলার তার বড়সড় দৈহিক উচ্চতার পাশাপাশি ফুটবল দক্ষতার জন্য বেশ জনপ্রিয়। ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার এ ফুটবলার এখন লস এ্যাঞ্জেলেস গ্যালাক্সির হয়ে খেলছেন। তবে সম্প্রতিই জানিয়েছেন তিনি ফিরতে চান জাতীয় দলে এবং আমি যদি চাই তাহলে খুব ভাল নৈপুণ্য দেখাতে পারব। কিন্তু তার এসব কথায় বিন্দুমাত্র মন গলেনি কোচ জ্যান এ্যান্ডারসনের। তিনি নিরাসক্তভাবেই জানিয়েছেন, ইব্রাহিমোভিচের কথায় আমার মধ্যে কোন প্রতিক্রিয়া নেই, এটা তাকে করেই দেখাতে হবে এবং অবসর ভাঙ্গার ঘোষণাও দিতে হবে। ইউরোপের বিভিন্ন ক্লাব ছেড়ে গেছেন অনেক বর্ষীয়ান ফুটবলার। কেউ পাড়ি দিয়েছেন চীনে এবং কেউ যুক্তরাষ্ট্রে। সুইডেনের তারকা ইব্রাহিমোভিচ এর মধ্যে সর্বশেষ তারকা যিনি ইউরোপ ছেড়ে মার্কিন মুলুকে পাড়ি জমিয়ে যোগ দিয়েছেন লস এ্যাঞ্জেলেস গ্যালাক্সিতে। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যাওয়ার আগে গত মাসেই তিনি জানিয়েছেন যে সুইডেনের হয়ে খেলাটা খুব মিস করছেন। ৩৬ বছর বয়সী ইব্রাহিমোভিচ বলেন, ‘আমি জাতীয় দল খুব মিস করছি। আমি যদি চাই আমি আবার ফিরতে পারি। আমি নিজের মধ্যে এই অনুভূতিটা সবসময় রাখি যে আমার পক্ষে ভাল নৈপুণ্য দেখানো সম্ভব।’ কিন্তু সুইডেনের কোচ জ্যান এ্যান্ডারসন পরিষ্কারভাবে জানিয়েছেন তিনি ইব্রার পেছনে ছুটছেন না। এ্যান্ডারসন বলেন, ‘তার এই কথাটা আমার মধ্যে কোন পরিবর্তন আনেনি। জ¬াতানকে স্বাগতম আমার সঙ্গে এ বিষয়ে আলোচনার জন্য।’ কিন্তু এ্যান্ডাসন নিজে থেকে কোন পদক্ষেপ নেবেন না বলেই জানিয়েছেন। ২০১৬ সালের আগস্টে সুইডেনের দায়িত্ব নিয়েছেন এ্যান্ডারসন। ইব্রাহিমোভিচ তার আগেই সুইডেনের হয়ে খেলাটা ছেড়েছেন। চিলির বিপক্ষে প্রীতি ম্যাচের দল ঘোষণার সময়ও তিনি এ সাবেক অধিনায়ককে বিবেচনায় আনেননি। তবে এতদিনের দায়িত্বে বেশ ভালই নৈপুণ্য দেখিয়েছে সুইডিশরা। ১৯ ম্যাচে ১১ জয় তুলে আনার পাশাপাশি ৪টি ড্র করেছে সুইডেন আর হেরেছে মাত্র চারটিতে। ইব্রাহিমোভিচ ১১৬ আন্তর্জাতিক ম্যাচ খেলে ৬২ গোল করেছেন যা দেশের হয়ে সর্বাধিক কোন ফুটবলারের। আসন্ন বিশ্বকাপের দলে তিনি ফিরবেন কিনা সেই বিষয়টি নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে পুরো সুইডেন। অনেকেই তাকে আবার সুইডিশ জার্সিতে দেখতে খুব উন্মুখ হয়ে আছেন। তবে আরও অনেক মানুষ মনে করছেন ইব্রাহিমোভিচকে ছাড়াই যেহেতু বিশ্বকাপে পৌঁছুতে পেরেছে সুইডেন, তাই আর তাকে কোন প্রয়োজন নেই দলের। সুইডেন বিশ্বকাপ বাছাইয়ে হল্যান্ড ও ফ্রান্সের সঙ্গে একই গ্রুপে ছিল। সেখান থেকে উতরে যাওয়ার পাশাপাশি প্লে-অফে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির বিপক্ষেও জয় তুলে নিয়েছে তারা। ৬ যুগ পর তারা আজ্জুরিদের হারাতে সক্ষম হয়েছে। আর এসব কারণেই এখন ইব্রাহিমোভিচের গুরুত্ব কমে গেছে সুইডেনের দলে।
×