ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আইসিসি র‌্যাঙ্কিংয়ে ছন্দপতন বিরাটের

প্রকাশিত: ১৮:৫৮, ১০ জানুয়ারি ২০১৮

আইসিসি র‌্যাঙ্কিংয়ে ছন্দপতন বিরাটের

অনলাইন ডেস্ক ॥ আইসিসি র‌্যাঙ্কিংয়ে ব্যাটিংয়ে এক ধাপ নেমে গেলেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। বিরাটের তিন নম্বরে নেমে যাওয়ায় দ্বিতীয় স্থানে উঠে এলেন জো রুট। শীর্ষে সেই অস্ট্রেলিয়া অধিনায়র স্টিভ স্মিথই। চারে রয়েছেন কেন উইলিয়ামসন। পাঁচে ভারতেরই চেতেশ্বর পূজারা। অন্য দিকে, ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে দারুণ বোলিং করে আইসিসি টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এল প্রোটিয়া বোলার কাগিসো রাবাডা। দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। ভারতের রবীন্দ্র জাডেজা রয়েছেন তৃতীয় স্থানে। চারে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। পাঁচে অজি পেসার জোস হ্যাজেলউড। অল-রাউন্ডার তালিকায় শীর্ষে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিন। চারে বেন স্টোকস। পাঁচে ভার্নন ফিলান্ডার।ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে ৯ উইকেট নেওয়া ফিলান্ডার বোলিংয়ে রয়েছেন ছ’নম্বরে। দক্ষিণ আফ্রিকার কাছে হেরেও দলগত র্যাঙ্কিংয়ে শীর্ষেই থেকে গেল ভারত। দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় স্থানে। তিন নম্বরে অস্ট্রেলিয়া। চারে নিউজিল্যান্ড। পাঁচে ইংল্যান্ড।
×