ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ার সহকারী কোচ পন্টিং

প্রকাশিত: ০৬:০৬, ১০ জানুয়ারি ২০১৮

অস্ট্রেলিয়ার সহকারী কোচ পন্টিং

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী মাসে অনুষ্ঠিতব্য টি২০ সিরিজের জন্য অস্ট্রেলিয়া দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন রিকি পন্টিং। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে। হেড কোচ ড্যারেন লেহম্যানের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক অধিনায়ক ও তারকা ব্যাটসম্যান। লেহম্যান জানিয়েছেন, ২০১৯ বিশ্বকাপের পর আর বোর্ডের সঙ্গে চুক্তি নবায়ন করবেন না তিনি। আর সে জন্যই হয়তো তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে পন্টিংকে বিবেচনা করা হচ্ছে। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজেও তিনি জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন। ছোট্ট ফরমেটের ক্রিকেটে পন্টিংয়ের অভিজ্ঞতা ব্যাপক। ২০০৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া প্রথম টি২০ ম্যাচটিতে তিনি দলের অধিনায়ক ছিলেন। এরপর ২০০৭ ও ২০০৯ সালে আইসিসি টি২০ বিশ্বকাপে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। জামিনে মুক্ত সাবেক জাতীয় ফুটবলার আমিনুল স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ একমাস চারদিন পর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক-তারকা গোলরক্ষক আমিনুল হক। সোমবার দুপুর সাড়ে ১২টায় কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান আমিনুল। এর আগে গত ৫ ডিসেম্বর হাইকোর্টের সামনে কদম ফোয়ারা এলাকা থেকে তাকে আটক করা হয়। বিএনপি চেয়ারপার্সনের গাড়িবহর থেকে ডিবি পুলিশ তাকে আটক করে। পরদিন ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী আমিনুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নতুন ফুটবল রেফারি প্রশিক্ষণ কোর্স স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় ও বাফুফে রেফারিজ কমিটির পরিচালনায় আগামী ৯-১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকায় ‘নতুন ফুটবল রেফারি প্রশিক্ষণ কোর্স’ অনুষ্ঠিত হবে। এই রেফারি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের মতিঝিল বাফুফে ভবন/সংশ্লিষ্ট জেলা ফুটবল এ্যাসোসিয়েশন হতে নির্ধারিত ফরম (সংযুক্তি) সংগ্রহপূর্বক পূরণ করে আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে চেয়ারম্যান, রেফারিজ কমিটি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, মতিঝিল সচিবালয় বরাবর আবেদন করতে হবে। আবেদনকারীদের যোগ্যতাগুলো হলো কমপক্ষে এসএসসি সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি (ছাত্র/ছাত্রীদের বেলায় শিথিলযোগ্য), জাতীয় পরিচয়পত্রের ফটোকপি/ পাসপোর্টের ফটোকপি (যদি থাকে), রেজিস্ট্রেশন ফি বাবদ এক হাজার টাকা দিতে হবে, বয়স সর্বনিম্ন ১৬ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর হতে হবে, উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং ২ কপি পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে। আবেদনকারীদের শুধু আবাসন ব্যবস্থার সহায়তা প্রদান করা হবে।
×