ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ সেরা দলে দ্বাদশ মুস্তাফিজ!

প্রকাশিত: ০৪:৪১, ৫ এপ্রিল ২০১৬

বিশ্বকাপ সেরা দলে দ্বাদশ মুস্তাফিজ!

স্পোর্টস রিপোর্টার ॥ রবিবার ফাইনালের মধ্য দিয়ে টি২০ বিশ্বকাপ শেষ হয়েছে। আর গ্রুপ পর্ব থেকেই শেষ হয়ে যায় বাংলাদেশ দলের বিশ্বকাপ অভিযান। কিন্তু ব্যাটে-বলে সেরাদের তালিকায় বাংলাদেশের ক্রিকেটাররাই এগিয়ে আছেন। তবে এরপরও আইসিসির ঘোষিত বিশ্বকাপ একাদশে বাংলাদেশের কোন ক্রিকেটারের জায়গা হয়নি। দ্বাদশ ব্যক্তি হিসেবে শুধু ঠাঁই করে নিয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। এ দলটির অধিনায়ক করা হয়েছে আসরের সেরা খেলোয়াড় ভারতের বিরাট কোহলিকে। একাদশে সর্বাধিক ৪ ক্রিকেটার রানার্সআপ ইংল্যান্ডের। ২ জন করে আছেন চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের। ১ জন করে আছেন দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার। বিস্ময়করভাবে একাদশে জায়গা পেয়েছেন ভারতের অভিজ্ঞ পেসার আশিষ নেহরা। এবার আসরে তিনি ৫ ম্যাচে ৫ উইকেট নিয়েছেন ২২.৬০ গড়ে। ইকোনমি রেটে অবশ্য কিপটেমির পরিচয় দিয়েছেন ওভারপ্রতি ৫.৯৪ রান করে দিয়ে। আর মুস্তাফিজ ৩ ম্যাচ খেলেই শিকার করেছেন ৯.৫৫ গড়ে ৯ উইকেট; ইকোনমি ৭.১৬! এরপরও মুস্তাফিজ দ্বাদশ আর নেহরা একাদশে থাকাটা অদ্ভুত একটি বিষয়ই। তবে জানানো হয়েছে কন্ডিশন অনুসারে পারফর্মেন্সের বিষয়টি আমলে নিয়েই টুর্নামেন্টের সেরা দল নির্বাচন করেছেন নির্বাচকরা। ১২ জনের এ তালিকা সোমবার দুপুরে প্রকাশ করেছে আইসিসি। বিশ্বকাপের সেরা দলটিকে বেছে নিয়েছেন বিভিন্ন দেশের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। তবে একাদশে থাকার মতো যোগ্যতা বাংলাদেশের অন্তত তিন ক্রিকেটারের অবশ্যই ছিল। বিশেষ করে ব্যাটিং নৈপুণ্যে বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল সবাইকে ছাড়িয়ে! তিনি ৬ ম্যাচে ৭৩.৭৫ গড়ে ২৯৫ রান করে সবার ওপরে। তাকেও জায়গা দেয়া হয়নি। বোলিংয়েও বাংলাদেশ দলেরই জয়জয়কার। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ৭ ম্যাচে ১৬.৬০ গড়ে ১০ উইকেট নিয়ে আরও তিনজনের সঙ্গে যৌথভাবে তৃতীয় অবস্থানে। বোলিংয়ের জন্য তিনি একাদশে ঠাঁই না পেলেও অলরাউন্ডার ক্যাটাগরিতে অবশ্যই বিবেচনায় আসতে পারতেন। কারণ ব্যাট হাতে সাকিব ৩২.২৫ গড়ে করেছেন ১২৯ রান। আর মুস্তাফিজ তো নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ রানে ৫ উইকেট নিয়ে এবারের আসরে সেরা বোলিং নৈপুণ্যের মালিক। তবে তারা কেউ একাদশে ঠাঁই পাননি। দলগত সাফল্যের পেছনে কোন ক্রিকেটারের নৈপুণ্যটাকেই অগ্রাধিকার দেয়া হয়েছে। সে কারণেই ৫ ম্যাচে ২৭৩ রান করে তামিমের চেয়ে পিছিয়ে থাকলেও টানা দ্বিতীয়বারের মতো টুর্নামেন্ট সেরা হয়েছে কোহলি। তিনি সর্বাধিক তিন অর্ধশতকসহ ১৩৬.৫০ গড়ে এ রান করেছেন। কোন দলের অধিনায়ক এবার তেমন ভাল পারফর্মেন্স দেখাতে না পারায় তারা কেউ একাদশে জায়গা পাননি। এ কারণে কোহলিকে করা হয়েছে অধিনায়ক। আইসিসি ঘোষিত বিশ্বকাপ একাদশ ॥ জেসন রয় (ইংল্যান্ড), কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা, উইকেটরক্ষক), বিরাট কোহলি (ভারত, অধিনায়ক), জো রুট (ইংল্যান্ড), জস বাটলার (ইংল্যান্ড), শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড), ডেভিড উইলি (ইংল্যান্ড), স্যামুয়েল বদ্রি (ওয়েস্ট ইন্ডিজ) ও আশিষ নেহরা (ভারত)। দ্বাদশ ব্যক্তি স্তাফিজুর রহমান (বাংলাদেশ)। বাংলাদেশকে বাছাই খেলতে হবে না স্পোর্টস রিপোর্টার ॥ দুই বছর নয়, এখন থেকে চার বছর পরপর টি২০ বিশ্বকাপের আসর বসবে। পরবর্তী আয়োজন ২০২০ সালে, অস্ট্রেলিয়ায়। শুরু থেকে দুই বছর পরপর টি২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা বললেও আয়োজনের ক্ষেত্রে সুনির্দিষ্ট কোন নীতিমালা অনুসরণ করেনি আইসিসি। তবে এখন থেকে নতুন নিয়মে বসবে টি২০ আসর। সবকিছু চূড়ান্ত না হলেও আইসিসি জানিয়েছে, টি২০ বিশ্বকাপের ফরম্যাটেও বড় ধরনের পরিবর্তন আসছে। অনেকটা ওয়ানডে বিশ্বকাপের আদলে। সুপার টেন পর্বের বদলে কোয়ার্টার ফাইনাল। প্রথম পর্বের জায়গায় গ্রুপ পর্ব। ১৬ দল চার গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল যাবে কোয়ার্টার ফাইনালে। সবচয়ে বড় বিষয়, বাংলাদেশকে আর বাছাইপর্বে খেলার বিড়ম্বনা পোহাতে হবে না। ২০১৯ ইংল্যান্ড ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে শুধু শীর্ষ ১০ টেস্টখেলুড়ে দেশ। এ নিয়ে সহযোগী সদস্য দেশগুলো ক্ষোভে ফেটে পড়ায় টি২০ বিশ্বকাপের দুয়ার সবার জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
×