ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রাহায়ণ ১৪৩১

ভোটারদের সঠিকভাবে ভোট দেয়া নিশ্চিত করাই ইসির দায়িত্ব

প্রকাশিত: ২০:২৪, ৩১ মে ২০২৩

ভোটারদের সঠিকভাবে ভোট দেয়া নিশ্চিত করাই ইসির দায়িত্ব

কাজী হাবিবুল আউয়াল।

ভোটাররা যাতে সঠিকভাবে ভোট দিতে পারেন সেটি নিশ্চিত করাই নির্বাচন কমিশনের দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার (৩১ মে) সকাল সাড়ে ১০টায় খুলনা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। খুলনার সরকারি মহিলা কলেজ মিলনায়তনে এই ব্রিফিং হয়। 

সিইসি বলেন, কাউকে জেতানো বা পরাজিত করা আমাদের দায়িত্ব নয়। আমাদের দায়িত্ব ভোটাররা যাতে সঠিকভাবে ভোট দিতে পারেন সেটি নিশ্চিত করা।

কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, দায়িত্ব হালকাভাবে নেবেন না। প্রিসাইডিং কর্মকর্তা চাইলে ভোট বন্ধ করতে পারেন। কেন্দ্রের ভেতরে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আপনাদের।
 

এমএম

সম্পর্কিত বিষয়:

×