ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সঙ্কট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান

প্রকাশিত: ২৩:৪৮, ২৭ জানুয়ারি ২০২২

রোহিঙ্গা সঙ্কট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান

জনকণ্ঠ ডেস্ক ॥ রোহিঙ্গা সঙ্কটের স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নিতে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূতকে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন বিশেষ দূত নোলিন হেইজারের সঙ্গে মঙ্গলবার এক ভার্চুয়াল বৈঠকে এই অনুরোধ জানানো হয়। খবর বিডিনিউজের। বাংলাদেশের অগ্রাধিকারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন রয়েছে জানিয়ে সরকারের প্রত্যাশার কথা তুলে ধরেন মাসুদ বিন মোমেন। পঞ্চম বছরে এসেও রোহিঙ্গা সঙ্কটের সমাধান না হওয়ায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিতে গিয়ে বাংলাদেশকে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করছে। বাংলাদেশে রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদী অবস্থান মানব ও মাদক পাচারের মতো সমস্যা তৈরি করছে, পুরো অঞ্চলেই যার প্রভাব রয়েছে। সুরক্ষা ও নিরাপত্তার সঙ্গে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরানোর পরিবেশ তৈরি করতে বিশেষ দূত কার্যালয়ের কাজ করা উচিত।
×