ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি

প্রকাশিত: ২৩:৪৭, ৩১ জুলাই ২০২১

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৩০ জুলাই ॥ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলা রিপোর্টার্স ইউনিটি। জেলা শহরের চৌরাস্তায় বৃহস্পতিবার ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত কর্মসূচীতে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মী ছাড়াও লেখক, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, আইনজীবীসহ সর্বস্তরের পেশাজীবীগণ অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এমদাদুল ইসলাম ভুট্টো, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ লিটু, সহ-সভাপতি হাসিনুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জাকির হোসেন বাচ্চু, সিনিয়র সাংবাদিক মজিবর রহমান খান, সৈয়দ আব্দুল করিম, জিয়াউর রহমান বকুল, তানভির হাসান তানু, রহিম শুভ, সাবেক জেলা ক্রীড়া অফিসার আবু মহিউদ্দিন, বাংলাদেশ সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক মাহবুব আলম রুবেল প্রমুখ।
×