ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

অব্যবস্থাপনায় বন্ধ নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র

প্রকাশিত: ২৩:২৩, ৮ ডিসেম্বর ২০২০

অব্যবস্থাপনায় বন্ধ নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৭ ডিসেম্ব ॥ জেলার বারহাট্টা উপজেলার কাশতলা গ্রামে নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর জন্য স্থাপিত ‘কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রটি’র কার্যক্রম নানা অব্যবস্থাপনার কারণের্ তিন বছর ধরে বন্ধ রয়েছে। ফলে প্রতিষ্ঠানটির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় হদি সম্প্রদায়সহ আশপাশের অন্য শিক্ষিত তরুণ-তরুণীরা। জানা গেছে, নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও ডিজিটাল জাতিতে রূপান্তরের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ অনুদানে গৃহীত একটি প্রকল্পের আওতায় ২০১১-১২ অর্থবছরে কাশতলা গ্রামে এ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রটি স্থাপিত হয়। প্রশিক্ষণ কেন্দ্রটিতে একটি আধাপাকা ঘর ছাড়াও ১০টি কম্পিউটার, অত্যাধুনিক সোলার সিস্টেম, বিদ্যুত সুবিধা, চেয়ার-টেবিল এবং আনুষঙ্গিক সরঞ্জাম রয়েছে। ট্রাইব্যাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের বারহাট্টা উপজেলা শাখা এটি পরিচালনা করে। আর এটির কার্যক্রম তদারকি করেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। প্রতিষ্ঠার পর থেকে ২০১৭ সাল পর্যন্ত ১৮টি ব্যাচে প্রায় ২শ’ ৩০ জন শিক্ষিত তরুণ-তরুণী এখান থেকে বিনা ফিতে প্রশিক্ষণ নিয়েছেন। তাদের অনেকে এখন বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি অথবা ব্যবসা করছেন। কিন্তু ২০১৮ সালের শুরু থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।
×