ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ভারত থেকে জ্বালানি তেল সরবরাহ লাইন স্থাপনের কাজ উদ্বোধন

প্রকাশিত: ২৩:১০, ৪ ডিসেম্বর ২০২০

ভারত থেকে জ্বালানি তেল সরবরাহ লাইন স্থাপনের কাজ উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ৩ ডিসেম্বর ॥ ভারতের নুমালীগড় রিফাইনারি থেকে বাংলাদেশের পার্বতীপুরে পাইপলাইনের মাধ্যমে সরাসরি তেল সরবরাহের জন্য উপজেলার বেলাইচণ্ডি ইউনিয়নের সোনাপুকুরে আনুষ্ঠানিকভাবে পাইপলাইন স্থাপনের কাজ উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার দুপুরে উদ্বোধনস্থল প্রকল্পের ট্যাপ অব পয়েন্টে এ কাজের উদ্বোধন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ আবু বকর ছিদ্দীক। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পরিচালক (অপারেশন) মেহদী হাসান, পদ্মা অয়েল কোম্পানির লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুর রহমান, নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার মোঃ নাহিদ হাসান, দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সালেহ মোঃ মাহফুজুল আলম, পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ হাফিজুল ইসলাম প্রামাণিক, উপজেলা নির্বাহী অফিসার নাশিদ কায়সার রিয়াদ, পার্বতীপুর পৌর মেয়র এজেডএম মেনহাজুল হক, বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ টিপু সুলতান, নুমালীগড় রিফাইনারির কান্ট্রি ম্যানেজার মি. রাংকিষাণ কনোয়ারসহ প্রকল্পের উর্ধতন কর্মকর্তাগণ। অনুষ্ঠানে বিভিন্ন সংবাদপত্র ও গণমাধ্যমের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
×