ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

৮ মাস পর কলকাতা গেল বিমানের ফ্লাইট

প্রকাশিত: ০১:১৫, ২ নভেম্বর ২০২০

৮ মাস পর কলকাতা গেল বিমানের ফ্লাইট

জনকণ্ঠ ডেস্ক ॥ কোভিড-১৯ মহামারীর মধ্যে আট মাস বন্ধ থাকার পর ভারতের কলকাতায় বাংলাদেশ বিমানের ফ্লাইট চলাচল শুরু হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বিডিনিউজকে বলেন, সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে রবিবার বিমানের একটি ফ্লাইটে ২৯ যাত্রী কলকাতা গেছেন। আরেকটি ফ্লাইটে কলকাতা থেকে ফিরেছেন ৩০ জন। তাহেরা খন্দকার বলেন, তার আগে ২৯ অক্টোবর বিমান দিল্লীতে তাদের শিডিউল ফ্লাইট পরিচালনা শুরু করে। সেদিন ঢাকা থেকে ৩৬ যাত্রী দিল্লী গিয়েছিলেন এবং সেখান থেকে ৩০ যাত্রী ঢাকা ফেরেন। কলকাতা আর দিল্লীতে ফ্লাইট পরিচালনার জন্য বিমান তাদের ৭৪ আসনের ড্যাশ-৮ মডেলের উড়োজাহাজ ব্যবহার করছে। তিনি আরও বলেন, আমরা আশা করছি, দ্রুতই ভারতগামী যাত্রী সংখ্যা আরও বাড়বে।
×