ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

প্রাণ বাঁচল দুই শতাধিক যাত্রীর

প্রকাশিত: ২১:৪২, ২৯ সেপ্টেম্বর ২০২০

প্রাণ বাঁচল দুই শতাধিক যাত্রীর

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৮ সেপ্টেম্বর ॥ কাঁঠালবাড়ি-শিমুলিয়া পথে তলা ফেটে লঞ্চ ডুবির উপক্রম হলে চালকের বুদ্ধিমত্তায় প্রাণে বেঁচে গেল দুই শতাধিক যাত্রী। এ ঘটনা ঘটে রবিবার রাত সোয়া ৮টার দিকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌপথের পদ্মা সেতুর চ্যানেল মুখে। রাত সাড়ে ৯টার দিকে যাত্রীদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিআইডব্লিউটিএসহ একাধিক সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যা ৭টার দিকে দুই শতাধিক যাত্রী নিয়ে শ্রেষ্ঠ-২ নামের একটি লঞ্চ মুন্সীগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের শিবচর কাঁঠালবাড়ি ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। লঞ্চটি রাত প্রায় সোয়া ৮টার দিক পদ্মা সেতুর চ্যানেলমুখে প্রবেশের সময় ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে যায়। এ সময় লঞ্চের তলা দিয়ে পানি ঢুকে লঞ্চটি ডুবে যেতে থাকে। নাটোরে জমি ফিরে পেতে প্রতিবন্ধীর সংবাদ সম্মেলন নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৮ সেপ্টেম্বর ॥ নাটোরে নিজের জমি ফিরে পেতে এখন মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন নুর মোহাম্মদ নামে এক প্রতিবন্ধী। সোমবার দুপুরে নাটোর ইউনাইটেড প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের জমি ফিরে পেতে আকুল আবেদন জানান অসহায় ওই পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, সদর উপজেলার আগদীঘা স্কুলপাড়া গ্রামের বাসিন্দা প্রতিবন্ধী নুর মোহাম্মদ পৈত্রিক সূত্রে মোট ৮বিঘা ১৭ শতাংশ জমির মালিক হন। নুর মোহাম্মদ নিজে প্রতিবন্ধী অন্যদিকে তার স্ত্রীও সহজ সরল নিরক্ষর হওয়ায় তাদের সমস্ত জমি এতদিন তার বড়ভাইয়ের জামাই নাটোর পুলিশ লাইনে কর্মরত মাসুদ দেখভাল করতেন। অভিযোগ করা হয়, জামাই মাসুদ নানা উছিলায় নুর মোহাম্মদকে রেজিস্ট্রি অফিসে নিয়ে পর্যায়ক্রমে সকল সম্পত্তি নিজের ও স্বজনদের নামে লিখে নেন। এই অবস্থায় জমির মালিকানা ফেরত চাইলে মাসুদ নানা ধরনের হুমকি ধমকি দিচ্ছেন বলে জানান ভুক্তভোগীরা।
×