ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে প্রধানমন্ত্রীর উপহার পেল ১০ সাঁওতাল পরিবার

প্রকাশিত: ২২:৪৭, ২৫ সেপ্টেম্বর ২০২০

দিনাজপুরে প্রধানমন্ত্রীর উপহার পেল ১০ সাঁওতাল পরিবার

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ পিছিয়ে পড়া ক্ষুদ্র সাঁওতালদের জীবনমান উন্নয়নে দিনাজপুরের খানসামায় ১০টি পরিবারকে ‘আধা পাকা ইটের বাড়ি’ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলার প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্র সাঁওতাল পরিবারগুলো এমন বাড়ি পেয়ে আনন্দে অশ্রুসিক্ত। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর উপহার পাওয়া ১০ পরিবারের খোঁজখরব নিয়ে জানা গেছে, তারা আগের তুলনায় অনেক ভালভাবে জীবন যাপন করছেন। খানসামার ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সমতলদের জীবনমান উন্নয়নে গত ২০১৯-২০ অর্থবছরের বরাদ্দ অনুযায়ী উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে ৫টি, সহজপুর গ্রামে ৩টি, পূর্ব ও পশ্চিম গোবিন্দপুর গ্রামে ২টি মিলে মোট ১০টি সুন্দর ডিজাইনের সেমিপাকা বাড়ি নির্মাণ করা হয়। মানববন্ধন ॥ মুক্তিযোদ্ধার পরিবারের ওপর হামলা এবং সীমানা প্রাচীর ভাংচুরের প্রতিবাদে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরের বীরগঞ্জে মানববন্ধন হয়েছে। মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের শতাধিক লোকজন উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করে। মানববন্ধনে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন। বৃহস্পতিবার বেলা ১১টায় বীরগঞ্জ উপজেলা সদরে বিজয় চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বরাবরে একটি স্মারকলিপি দেয়।
×