ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

গাইবান্ধার মেধাবী ছাত্র পলাশের হত্যাকারীর শাস্তি দাবি

প্রকাশিত: ২১:২৭, ১ সেপ্টেম্বর ২০২০

গাইবান্ধার মেধাবী ছাত্র পলাশের হত্যাকারীর শাস্তি দাবি

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৩১ আগস্ট ॥ ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের ষষ্ঠ সেমিস্টারের মেধাবী ছাত্র ও পলাশবাড়ি উপজেলার বালাবামুনিয়া গ্রামের নাহিদ খন্দকার পলাশের (২২) হত্যাকারী হোসাইন তানভীর রকিকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে নিহতের পিতা বাংলাদেশ সচিবালয়ের গৃহায়ন ও গণপূর্তের স্টেনো টাইপিস্ট আবু তাহের খন্দকার লিখিত বক্তব্যে উল্লেখ করেন, গত ২৯ জুলাই বিকেল ৪টায় তার ঢাকার খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী ডি-ব্লকের ১০১ নং বাসার ছয়তলা ভবন থেকে বারবার ফোন করে পলাশকে তার ঘনিষ্ঠ বন্ধু রকি বাসা থেকে মোটরসাইকেলে করে ডেকে নিয়ে যায়। হোসাইন তানভীর রকি পার্শ্ববর্তী রামপুরা থানার দক্ষিণ বনশ্রী (পলক হাউজ), ব্লক এইচ, রোড নং ১৪, প্লটের ৮৮/বি বাসিন্দা কাউছার আহম্মেদের পুত্র। উল্লেখ্য, ওইদিন রকি কর্তৃক পলাশকে বাসা থেকে ডেকে নিয়ে যাওয়ার ২ ঘণ্টা পর কাঁচপুর হাইওয়ে থানা থেকে ফোন করে আবু তাহেরকে জানায়, তার ছেলে পলাশ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে চিটাগাং রোডের কাঁচপুর থানার মদনপুরে আল বারাকা হাসপাতালের সামনে নিহত হয়েছে এবং তার লাশ থানায় রাখা হয়েছে। এরপর নিহত পলাশের পিতা-মাতা কাঁচপুর হাইওয়ে থানায় গেলে পুলিশ মোবাইল ফোনে তাদের নিহত ছেলের ছবি দেখায়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মোর্শেদা বেগম, শারমিন আকতার পপি, পলি খন্দকার, মিজানুর রহমান পল্লব, খন্দকার রুহুল ফারুক, তৌহিদুল ইসলাম প্রমুখ।
×