ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

প্রকাশিত: ২০:৪১, ৫ আগস্ট ২০২০

কুমিল্লায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা কুমিল্লা ৪ আগস্ট ॥ কুমিল্লায় ঈদের কাপড় ইস্ত্রি করার সময় বিদ্যুত পিষ্ট হয়ে মা নাসরিন বেগম ও মেয়ে আয়শা আক্তারের মৃত্যু হয়েছে। শনিবার ঈদের দিন ভোরে কুমিল্লা নগরীর হাউজিং এস্টেট এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহতরা হাউজিং এস্টেটের ৩নং ব্লকের মুজমদার ভিলার ৩য় তলার ভাড়াটিয়া আব্দুল জলিলের স্ত্রী ও কন্যা। তাদের বাড়ি জেলার চৌদ্দগ্রাম উপজেলার রাজমঙ্গলপুর গ্রামে। স্থানীয় সূএগুলো জানায়, ঈদের দিন ভোরে নাসরিন বেগম (৩৫) কাপড় ইস্ত্রি করার সময় ইস্ত্রি থেকে বৈদ্যুতিক তার ছিঁড়ে হাতে পড়লে বিদ্যুত পিষ্ট হয়ে নাসরিন ঘটনা স্থলে মারা যায়। এ সময় সঙ্গে থাকা তার ৪ বছরের শিশু আয়শা আক্তারও বিদ্যুত পিষ্ট হয়ে মারা যায়। লালমনিরহাট বিদ্যুৎকর্মী নিজস্ব সংবাদদাতা লালমনিরহাট থেকে জানান, কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের কেরানিপাড়া গ্রামে বাদশা আলী ভুট্টু (৩৫) নামে এক ইলেক্ট্রিশিয়ান নিজ বাড়ির সামনে বিদ্যুতের খুঁটির সংযোগের ত্রুটি সারাতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা গেছেন। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায়। ভুট্টু ওই গ্রামের মৃত সামছুল ইসলামের ছেলে। গলাচিপায় নির্মাণ শ্রমিক স্টাফ রিপোর্টার গলাচিপা থেকে জানান, পৌর শহরের আনন্দপাড়া এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে শুক্রবার রাতে আখতার ঢালী (৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সে উপজেলার গোলখালী গ্রামের মজিবর ঢালীর ছেলে। ঘটনার সময়ে সে তিনতলার ছাদে কাজ করছিল। ছাদসংলগ্ন বিদ্যুতের তারে রডের সংস্পর্শ হয়। মুহূর্তে সে বিদ্যুতের শকড খেয়ে তিনতলা থেকে নিচের রাস্তায় পড়ে যায়। তাৎক্ষণিক তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
×