ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ইটভাঁটিতে বিক্রি করা হচ্ছে মাটি

ফরিদপুরে এলাকাবাসীর বাধায় খাল খনন স্থগিত

প্রকাশিত: ০৭:৩১, ২৫ এপ্রিল ২০২০

  ফরিদপুরে এলাকাবাসীর  বাধায় খাল খনন স্থগিত

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৪ এপ্রিল ॥ নগরকান্দায় এলাকাবাসীর বাধার মুখে স্থগিত হলো খাল খনন। সরকারী হালটে ওই খালটি কাবিখা প্রকল্পের আওতায় কাটা হচ্ছিল ইউপি চেয়ারম্যানের উদ্যোগে। তবে এলাকাবাসীর দাবি করেছে ওই জায়গা দিয়ে খালের বদলে একটি সড়ক প্রয়োজন। তা না করে খাল কাটার নামে গাছ কাটা হয়েছে এবং ইটভাঁটির বিক্রি করা হচ্ছে মাটি। এ ঘটনাটি ঘটেছে নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নে। অভিযোগ রামনগর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ফকির এলাকাবাসীর মতামতকে গুরুত্ব না দিয়ে এ খাল খনন করছেন। কুদ্দুস ফকির রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। গত ইউপি নির্বাচনে তিনি আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করে জয়লাভ করেন। ইউনিয়নের রামনগর গ্রামের দাস পাড়া-দুর্গাপাড়া সংলগ্ন কাঁচা সড়ক হতে রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাকা সড়ক দুই হাজার ফুট দৈর্ঘ্য এবং ১০ ফুট প্রস্থ ও দুই থেকে আড়াই ফুট গভীর করে ওই খালটি কাটার কাজ শুরু হয়। গত প্রায় এক মাস আগে শ্রমিকদের পরিবর্তে খনন যন্ত্র বসিয়ে কাজ শুরু করার কয়েকদিন পরে অভিযান চালিয়ে কাজ বন্ধ করে দেন নগরকান্দার সহকারী কমিশনার (ভূমি) আহসান মাহমুদ। পরে বুধবার থেকে শ্রমিকদের দিয়ে কাজ শুরু হয়। এ খাল খননের ফলে পাশের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, মাটি বিক্রি করা হচ্ছে ইটভাঁটিতে এবং কয়েকটি গাছ কাটা হয়েছে মর্মে এলাকাবাসী গত ১৭ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট অভিযোগ দেয়। ওই অভিযোগে খালের পরিবর্তে এলাকায় সড়ক প্রয়োজন বলে দাবি জানায় এলাকাবাসী। এ প্রেক্ষাপটে শুক্রবার ইউএনও জ্যোতি প্রু ঘটনাস্থল পরিদর্শন করে খাল খননের কাজ বন্ধ করে দেন। ইউপি চেয়ারম্যান কুদ্দুস ফকির বলেন, ওই জায়গায় বহু আগে খাল ছিল। এ খাল ভরাট হয়ে যাওয়ায় রামনগর গ্রামের অন্তত তিনশ এক জমি পানিতে তলিয়ে থাকে দীর্ঘদিনের জন্য। এজন্য ওই জমিতে বছরে একটি মাত্র ফসল হয়। তাই এলাকাবাসী দাবিতে কাবিখা প্রকল্পের ছয় টন চাল দিয়ে এ কাজটি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, খাল কাটার পর মাটিতো পাড়ে রাখা যায় না, সরিয়েই ফেলতে হয়। তিনটি ছোট গাছ কাটা পড়েছে বলে দাবি করেন তিনি। এলাকায় তার প্রতিদ্বন্দ্বীরা মদদ দিয়ে এলাকার কিছু মানুষকে ব্যবহার করে খাল বন্ধের অভিযোগ দিয়েছে। ইউএনও জ্যোতি প্রু বলেন, শুক্রবার তিনি সরেজমিনে এলাকা পরিদর্শন করেছেন। কিছু গাছ কাটার আলামত পাওয়া গেছে। এলাকাবাসী খাল না সড়ক এ দুটি দাবিতে বিভক্ত। দুইপক্ষকে নিয়ে বসে এ সমস্যার সমাধান করা হবে। ততদিন ওই কাজ বন্ধ থাকবে।
×