ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আতিকুল-তাপস যে কোন বিবেচনায় উত্তম প্রার্থী ॥ তাজুল ইসলাম

প্রকাশিত: ১১:৩৪, ৩১ জানুয়ারি ২০২০

আতিকুল-তাপস যে কোন বিবেচনায় উত্তম প্রার্থী ॥ তাজুল ইসলাম

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ৩০ জানুয়ারি ॥ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত ও নির্দেশ অনুযায়ী আমরা ঢাকা শহরকে একটা তিলোত্তমা নগরীতে রূপান্তরিত করতে চাই। কিন্তু স্থানীয় সরকারের যে সমস্ত প্রতিনিধিরা নির্বাচিত হবেন, তারা যদি সহযোগিতা না করেন তাহলে স্বাভাবিকভাবেই এ কাজে বাধা সৃষ্টি হতে পারে। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে দু’জন প্রার্থী আতিকুল ইসলাম ও ব্যারিস্টার তাপসকে দেয়া হয়েছে, যে কোন বিবেচনায় তারা উত্তম প্রার্থী এবং শীর্ষে অবস্থান করছেন। তাই সঙ্গত কারণেই সরকার এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠান মিলেমিশে কাজ করার জন্য আমরা আশা করি ঢাকার মানুষ এ দু’জনকেই নির্বাচিত করবেন এবং তারা নির্বাচিত হলেই জনগণের আশা-আকাক্সক্ষা পূর্ণ হবে। বৃহস্পতিবার দুপুর ১২টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে সকালে এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বরিশাল বিমানবন্দর থেকে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেন এবং সেখানে জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে ১৫ আগস্ট শহীদদের আত্মার শান্তি কামনায় ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। এ সময় এলজিইডি’র প্রধান প্রকৌশলী সুশংকর চন্দ্র আচার্য্য, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল কুদ্দুস ম-ল, নির্বাহী প্রকৌশলী এ কে ফজলুল হক, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান ও গোপালগঞ্জ পৌর মেয়র লিয়াকত আলী লেকুসহ অনেকে সেখানে উপস্থিত ছিলেন।
×