ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ইবিতে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ ॥ আহত ২৫

প্রকাশিত: ০৯:১১, ২২ জানুয়ারি ২০২০

 ইবিতে ছাত্রলীগের  দু’গ্রুপে সংঘর্ষ ॥  আহত ২৫

ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ^বিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। এতে ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ প্রায় ২৫ জন আহত হয়েছে। এদিকে ইবি থানায় দায়েরকৃত মামলায় সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, ছাত্রলীগ সভাপতি রবিউল ইসলাম পলাশ এবং সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব ক্যাম্পাসে প্রবেশের খবরে মঙ্গলবার সকাল থেকে উত্তপ্ত ছিল ক্যাম্পাস। বেলা ১১টায় ছাত্রলীগ কর্মী অনিক, বিপুল, সোহাগ, আদিত, আবির, ইমনের নেতৃত্বে দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান ফটকে গিয়ে সভাপতি সম্পাদক গ্রুপের তিন কর্মীকে মারধর করে। এরপর থেকে বিভিন্ন গ্রুপে মহড়া দিতে দেখা যায়। পরে দুপুর ২টার দিকে সভাপতি-সম্পাদকের নেতৃত্বে ২০-২৫ কর্মী এবং স্থানীয় বাহিরাগত ২ চরমপন্থী ক্যাডার নিয়ে থানা গেট থেকে মিছিল দিয়ে প্রধান ফটকে আসে। এ সময় বিদ্রোহী কর্মীরা দলীয় টেন্ট থেকে মিছিল নিয়ে প্রধান ফটকে যায়। পরে দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয় গ্রপের হাতে বাঁশ, লাঠি-সোটা এবং রড ছিল বলে জানা গেছে। সংঘর্ষের সময় তিনটি ককটেল বিস্ফোরণ করেছে কর্মীরা। এতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবসহ প্রায় ২৫ কর্মী আহত হয়েছে। আহতদের মধ্যে দুইজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। বাকিদের বিশ^বিদ্যালয় চিকিৎসা কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে এই ঘটনার প্রতিবাদে এবং রাকিবকে গ্রেফতারের দাবিতে দুপুর দেড়টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে বিদ্রোহী ছাত্রলীগ কর্মীরা। বেলা আড়াইটায় মহাসড়ক অবোরধ তুলে নিলেও ক্যাম্পাসের ফটকে তালা ঝুলিয়ে রাখে। ফলে ক্যাম্পাসের ২টার শিফটের গাড়ি চলাচল বন্ধ থাকে।
×