ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ম্যানহোলের বিস্ফোরণে পথচারী আহত

প্রকাশিত: ১১:৫২, ১৬ জানুয়ারি ২০২০

ম্যানহোলের বিস্ফোরণে পথচারী আহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানী ঢাকার পল্টনে ম্যানহোলের ভেতরে ভয়াবহ বিস্ফোরণে তিনটি ম্যানহোলের ভারি লোহার ঢাকনা উড়ে গিয়ে অন্তত বিশ ফুট দূরে পড়েছে। এতে এক পথচারী আহত হয়েছেন। ম্যানহোলের ভেতরে ফেলে দেয়া বোমা নাকি ম্যানহোলে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশের ধারণা। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ নিশ্চিত হতে পারেনি পুলিশ। বুধবার দুপুরে পল্টনের আজাদ প্রোডাক্টসের গলিতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আচমকা বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে অন্তত ৭/৮টি ম্যানহোলের ভারি লোহার ঢাকনা উঠে যায়। এর মধ্যে তিনটি অন্তত বিশ ফুট দূরে গিয়ে পড়ে। ভুয়া র‌্যাব সদস্য আটক স্টাফ রিপোর্টার ॥ নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে অস্ত্র, নকল ওয়াকিটকি ও র‌্যাবের পোশাকসহ তিন ভুয়া র‌্যাব সদস্যকে আটক করেছে র‌্যাব। তাদের কাছ থেকে একটি রিভলবার, একটি ওয়ান শূটারগান, তিন রাউন্ড পয়েন্ট টু টু, পয়েন্ট ওয়ান টু বোরের ৪ রাউন্ড তাজা বুলেট, একটি নকল ওয়াকিটকি সেট, একটি খেলনা পিস্তল, একটি সুইচ গিয়ার চাকু, তিনটি র‌্যাবের জ্যাকেটের মতো নকল জ্যাকেট, মাইক্রোবাস ও ইয়াবাসহ নানা আলামত জব্দ করা হয়। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমানের নেতৃত্বে একদল র‌্যাব সদস্য অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ আব্দুল হালিম (৫০), মোঃ জামাল হোসেন (৪০) ও মোঃ মনছুর (৪২)।
×