ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

টেকনাফে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১১:৫৩, ২৪ নভেম্বর ২০১৯

টেকনাফে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার কক্সবাজার ॥ টেকনাফে রোহিঙ্গা ডাকাত দলের সদস্যরা হাসান নামে এক রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা করেছে। নিহত রোহিঙ্গা আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে ক্যাম্পে পরিচিত। শুক্রবার রাতে স্থলবন্দর সংলগ্ন ১৪নং ব্রিজ পার্শ্ববর্তী পাহাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, শুক্রবার রাতে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন উত্তর পাশের প্রধান সড়কের পশ্চিমে পাহাড়ী এলাকার নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের সি-ব্লকের মোঃ সালামের পুত্র হাসান আলী (৩৮) প্রকাশ কমিটি হাসানের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা টেকনাফ থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে। নিহত হাসান নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে মোবাইলের দোকানের ব্যবসা করে আসছিল এবং পাহাড়ী ডাকাত দলের হামলার ভয়ে সন্ধ্যায় দোকান বন্ধ করে টেকনাফে ভাড়া বাসায় রাত যাপন করত বলে জানা গেছে। নাটোরে প্রতিবন্ধী নিজস্ব সংবাদদাতা নাটোর থেকে জানান, নলডাঙ্গায় এক প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শনিবার সকালে উপজেলার বাসুদেবপুর বাঙ্গাল রেলওয়ে ব্রিজের নিচ থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। সান্তাহার জিআরপি থানার উপ-পরিদর্শক বিশ^নাথ কুমার ও স্থানীয়রা জানান, সকালে উপজেলার বাসুদেব বাঙ্গাল ব্রিজের নিচে পানিতে অজ্ঞাত এক প্রতিবন্ধী ব্যক্তির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে দুপুরে সান্তাহার রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। ঈশ্বরদীতে স্কুলছাত্রীর লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার ঈশ্বরদী থেকে জানান, শনিবার সকালে থানা পুলিশ ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের মানিকনগরে তন্নিমা খাতুন (১৫) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। তন্নিমা সলিমপুর ইউনিয়নের মানিকনগর পূর্বপাড়া গ্রামের আব্দুস ছাত্তার প্রামাণিকের মেয়ে এবং মানিকনগর উচ্চ বিদ্যালয়ের ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থী। শাহজাদপুরে মাদ্রাসাছাত্রী নিজস্ব সংবাদদাতা শাহজাদপুর, সিরাজগঞ্জ থেকে জানান, শাহজাদপুরে প্রেমিকের সঙ্গে ঝগড়া করে প্রেমিকা মৌসুমি খাতুন নামের এক ৮ম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। জানা গেছে, শনিবার সকালে উপজেলার পোরজানা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের মকবুল হোসেনের কন্যা ও নন্দলালপুর ওয়ারেছিয়া মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রী মৌসুমি খাতুন (১৪) প্রেমিক পার্শ্ববর্তী মানিকের ছেলে আলআমিনের সঙ্গে ঝগড়া করে বাড়িতে এসে ঘরের দরজা লাগিয়ে দেয়।
×