ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

যৌতুকের জন্য আগুনে ঝলসে দেয়ার মামলা করে বিপাকে গৃহবধূর পরিবার

প্রকাশিত: ০৮:৫৩, ৬ অক্টোবর ২০১৯

 যৌতুকের জন্য আগুনে ঝলসে দেয়ার মামলা করে বিপাকে গৃহবধূর  পরিবার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়ায় যৌতুকের জন্য স্ত্রী আছিয়া আক্তার নূপুরকে আগুনে ঝলসে দেয়ার ঘটনার এক মাস অতিবাহিত হলেও মূল আসামি নূপুরের স্বামী ইয়াছিন চৌধুরীকে (২৭) পুলিশ গ্রেফতার করতে পারেনি। এদিকে মামলা তুলে নিতে আসামি পক্ষ নানাভাবে হুমকি প্রদান করে আসছে বলে নূপুরের পরিবার অভিযোগ করেছে। অসহায় পরিবারটি পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ। ভুক্তভোগী পরিবার জানায়, গত ৩১ আগস্ট রাত ৩টার দিকে মিজমিজি কান্দাপাড়ায় যৌতুকের দাবিতে আছিয়া আক্তার নূপুরকে (২০) ঘরের ভেতরে রেখেই আগুন দিয়ে হত্যার চেষ্টা করা হয়। এতে জানালার পর্দায় আগুন ধরে গেলে সেই আগুনেই আছিয়া আক্তার নূপুরের শরীরে এসে পড়ে। এতে নূপুরের বাম হাত ঝলসে যায় এবং মাথার কিছু চুল পুড়ে যায়। আছিয়ার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ করার পর পুলিশ অনেক গড়িমসি করে পরদিন রাতে পুলিশের পরামর্শেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে শুধু স্বামী ইয়াছিন চৌধুরীর নাম উল্লেখ করে অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে পুলিশ মামলা গ্রহণ করে। পরে এ মামলায় নূপুরের শাশুড়ি রুমানা আক্তারকে গ্রেফতার করে পুলিশ। গৃহবধূর নূপুরের বাবা দুলাল মিয়া জানান, নূপুরের শ্বশুর আলাউদ্দিন চৌধুরীকে দেখিয়ে দেয়ার পরও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামরুল ইসলাম রহস্যজনক কারণে তাকে গ্রেফতার করেননি। দুলাল মিয়া বলেন, লোক মারফত মামলা তুলে নিতে আসামি পক্ষ হুমকি প্রদান করে আসছে। তারা আমাদের এলাকায় থাকতে দেবে না। এছাড়া আমাদের নিয়ে নানা ধরনের কুৎসাও রটাচ্ছে। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, আসামি ইয়াছিনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
×