ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নদী বাঁচাতে মানববন্ধন

প্রকাশিত: ০৯:২৪, ৩০ সেপ্টেম্বর ২০১৯

 নদী বাঁচাতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৯ সেপ্টেম্বর ॥ দূষণ ও দখলের হাত থেকে নদী বাঁচাতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কালেক্টরেট ভবন চত্বরে বিশ্ব নদী দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন নাটোর জেলা কমিটি। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে ১৭ দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করেন তারা। এ সময় বক্তারা বলেন, নদীই বাংলাদেশের প্রাণ। নদী বাঁচলে দেশ বাঁচবে। তাই অবৈধ দূষণ ও দখলের হাত থেকে শহরের মধ্যে দিয়ে প্রবাহিত নারদ নদসহ জেলার অন্য সব নদীগুলোকে রক্ষা করতে হবে। মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন জালাল উদ্দিন, ফারাজী আহম্মদ রফিক বাবন ও আব্দুল হাকিমসহ অন্যরা।
×