ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

খুলনায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা নিহত

প্রকাশিত: ০৯:৩০, ২৭ সেপ্টেম্বর ২০১৯

খুলনায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা নিহত

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা বিকাশ কুমার দে (৪০) নিহত হয়েছেন। বুধবার রাত ১টার দিকে ডুমুরিয়া উপজেলার ধানিবুনিয়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বিকাশ ডুমুরিয়ার কৈয়া বাজার এলাকার বীরেন দের ছেলে। নিহত বিকাশের বিরুেেদ্ধ মাদক ও চাঁদাবাজিসহ ২০টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। ঘটনাস্থল থেকে দু’টি পিস্তল, ৬ রাউন্ড গুলি, ৫৫ বোতল ফেনসিডিল ও প্রায় ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র‌্যাবের তিনজন সদস্যও আহত হয়েছেন বলে র‌্যাব জানিয়েছে। র‌্যাব-৬ খুলনা সূত্রে জানা যায়, বুধবার রাতে র‌্যাবের একটি টিম টহল দেয়ার সময় গোপন সূত্রে জানতে পারে ডুমুরিয়া উপজেলার ধানিবুনিয়া শ্মশানঘাট এলাকায় একদল মাদক ব্যবসায়ী অবস্থান করছে। র‌্যাব সদস্যরা সেখানে অভিযানে গেলে মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। গুলি বিনিময়ের একপর্যায়ে বিকাশ দে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ক্ষমতার দাপটে বিকাশ কোন ধরনের নির্বাচন ছাড়াই দীর্ঘ কয়েকবছর কৈয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক থেকে ব্যাপক চাঁদাবাজিতে লিপ্ত ছিলেন।
×