ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

২০ বাংলাদেশী আটক

প্রকাশিত: ০৯:৩৮, ২২ সেপ্টেম্বর ২০১৯

 ২০ বাংলাদেশী আটক

জনকণ্ঠ ডেস্ক ॥ সাগরপথে মালয়েশিয়ায় প্রবেশের সময় কঠোর নজরদারির মধ্যে আটক হয়েছে ২০ বাংলাদেশীসহ ২৪ জন। শনিবার ভোর থেকে টানা সাড়ে চার ঘণ্টার অভিযানে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছে প্রবেশের কোন বৈধ কাগজপত্র ছিল না। দেশটির স্পেশাল ব্রাঞ্চ সাগর তীরে নিয়মিত টহলের সময় চারটি প্রাইভেটকারের গতিবিধি তল্লাশি চালিয়ে ২০ বাংলাদেশীসহ স্থানীয় ৪ নাগরিককে গ্রেফতার করে। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য বানতিং পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে ওই এলাকা থেকে ৩০ জনের বেশি বাংলাদেশীকে আটক করেছে পুলিশ। সেলাংঙ্গর প্রদেশের কুয়ালা লাংগিতের বানতিং সাগর তীরে অবৈধ প্রবেশ ঠেকাতে নিয়মিত টহল জোরদার করা হয়েছে বলে পিজিএর চার ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে। -ওয়েবসাইট
×