ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে কৃষক হত্যার দায়ে চার ভাইসহ ১০ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ১১:৩২, ১৭ সেপ্টেম্বর ২০১৯

কিশোরগঞ্জে কৃষক হত্যার দায়ে চার ভাইসহ ১০ জনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৬ সেপ্টেম্বর ॥ জেলার করিমগঞ্জে চাঞ্চল্যকর কৃষক মানিক হত্যা মামলায় চার ভাইসহ ১০ জনকে যাবজ্জীবন কারাদ- এবং প্রত্যেককে ৫ লাখ টাকা করে অর্থদ- দিয়েছে আদালত। দ-প্রাপ্তরা হলো-চার ভাই মানিক, বাদল, নয়ন ও সুজন, আলমগীর, মিজান, লোকমান, গিয়াস উদ্দিন, রহমত এবং মামুন। সোমবার দুপুরে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। এছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় মামলার অপর ১২ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। মামলার বিবরণে জানা গেছে, করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া পালইকান্দা গ্রামের আব্দুর রশিদ মাস্টারের সঙ্গে একই গ্রামের আব্দুল হেকিমের জমিজমা নিয়ে বিরোধ ছিল। এ বিরোধর জেরে ২০১১ সালে ৬ আগস্ট সকালে আঃ হেকিমের লোকজন প্রতিপক্ষের জমি দখল করতে যায়। এ সময় বাধা দিলে তারা দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এতে মাথায় বল্লমের আঘাতে নিহত হন পালইকান্দা গ্রামের মৃত আবু সহিদের ছেলে কৃষক মানিক মিয়া। এ ঘটনায় নিহতের ভাই খায়রুল ইসলাম বাদী হয়ে একইদিন ২৭ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। কুষ্টিয়ায় যুবকের যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা কুষ্টিয়া থেকে জানান, মাদক মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত ওই আসামির নাম মিল্টন (৩০)। সোমবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় ঘোষণা করেন। মিল্টন দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামের খোসবার আলীর ছেলে। আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ১৯ এপ্রিল সকালে দৌলতপুর উপজেলার বোয়ালিয়া-পচামাদিয়া সড়ক থেকে ৬০ গ্রাম হেরোইনসহ মিল্টনকে আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে দৌলতপুর থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
×