ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বাউবির প্রকৌশলী কারাগারে

প্রকাশিত: ০৯:১৬, ২৩ জুলাই ২০১৯

 বাউবির প্রকৌশলী  কারাগারে

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ সফটওয়্যারের মাধ্যমে বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের (বাউবি) গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগে গ্রেফতারকৃত বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী এমদাদুল হক ইমনকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ইমন বাউবি’র কম্পিউটার ডিভিশনের হার্ডওয়ার ইঞ্জিনিয়ার। তিনি কুমিল্লা জেলার কতোয়ালি থানার অনুপম এলাকার জহিরুল হকের ছেলে। গাজীপুর মেট্রোপলিটন কোর্টের ইন্সপেক্টর আতিকুর রহমান জানান, বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কম্পিউটারে সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে গুরুত্বপূর্ণ বিভিন্ন গোপন তথ্য সমূহ অন্যত্র স্থানান্তরের মাধ্যমে পাচার করে আসছিল ইমন। বিষয়টি বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এলে রবিবার সন্ধ্যায় ইমনের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়। বাউবি’র নিরাপত্তা কর্মকর্তা নিক্সন মিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে পুলিশ ইমনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড চেয়ে সোমবার গাজীপুরের আদালতে প্রেরণ করা হয়। গাজীপুর আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আগামী ২৪ জুলাই রিমান্ডের শুনানির দিন ধার্য ও জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।
×