ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জের তিন খাদ্য কর্মকর্তাকে বদলি

প্রকাশিত: ০৯:২৬, ১৪ জুন ২০১৯

 সিরাজগঞ্জের তিন  খাদ্য কর্মকর্তাকে  বদলি

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জের তিন খাদ্য কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। খাদ্য মন্ত্রণালয় থেকে জেলা খাদ্য নিয়ন্ত্রক এবং খাদ্য অধিদফতর থেকে সিরাজগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এবং সিরাজগঞ্জ সদর খাদ্যগুদামের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তাকে (এসএমও) বদলি করা হয়েছে। বদলির আদেশে জনস্বার্থে করা হয়েছে উল্লেখ করা হলেও সিরাজগঞ্জ সদর খাদ্যগুদামে ধান ক্রয়ের হিসাবে আকাশ পাতাল গড়মিলের ঘটনাকে কেন্দ্র করেই এই বদলি বলে অনেকেই মনে করেন। ১৩ জুন ২০১৯ দৈনিক জনকণ্ঠ পত্রিকার ৩-এর পাতায় ‘ধান না কিনে দেখানো হলো ক্রয়ের হিসাব -সিরাজগঞ্জে খাদ্যগুদামে তুঘলকি কান্ড’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনে সিরাজগঞ্জ সদর খাদ্যগুদামের এসএমও ২৩ মে পর্যন্ত ধান ক্রয়ের হিসাব দেখিয়েছেন ২ শ’ মে. টন, একই তারিখ পর্যন্ত ধানের মূল্য পরিশোধের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বলেছেন ধানের মূল্য পরিশোধ করা হয়েছে মাত্র ৮৮ মে.টন এবং ২৬ মে তারিখে জেলা খাদ্য নিয়ন্ত্রক সরেজমিন পরিদর্শন করে মজুদ পেয়েছেন প্রায় এক শ ৪৮ মে.টন।
×