ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

টেকনাফ সীমান্তে ফের রোহিঙ্গা অনুপ্রবেশ ॥ আটক ৯

প্রকাশিত: ০৯:২০, ৩ মে ২০১৯

 টেকনাফ সীমান্তে  ফের রোহিঙ্গা  অনুপ্রবেশ ॥  আটক ৯

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ আবারও রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটাতে মরিয়া হয়ে উঠেছে এক শ্রেণীর এনজিও এবং আরাকান বিদ্রোহী গ্রুপ রোহিঙ্গা জঙ্গীরা (আরএসও)। রাখাইন রাজ্য রোহিঙ্গা শূন্য করে নিজেরা ফায়দা হাসিল করতে এ পরিকল্পনায় নেমেছে রোহিঙ্গা জঙ্গীরা। তবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কড়া নজরদারিতে সীমান্ত সিলগালা অবস্থায় রয়েছে বলে জানা গেছে। টেকনাফ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশকালে নয় রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে র‌্যাব। টেকনাফ উপজেলার কেরুনতলী সারিয়ং ব্রিজের পশ্চিম দিকে ফাঁকা জায়গা থেকে বুধবার মধ্য রাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশকালে তাদের আটক করা হয়। এদের মধ্যে দুইজন শিশু, এক পুরুষ এবং ছয়জন নারী। আটককৃতরা সবাই মিয়ানমারের নাগরিক। আটকৃতরা হচ্ছে মিয়ানমার পেরাংপ্রু এলাকার মৃত আবুল কাশেমের পুত্র আব্দুল মজিদ (৬৮), জামাল হোসেনের মেয়ে খালেদা বেগম (২০), খাঁরিয়াঘোনার মোঃ কালুর স্ত্রী নুর বাহার (৪৫), ওয়াবেগ এলাকার মৃত নবী হোসেনের স্ত্রী আরেফা বেগম (২৬), সিনডম এলাকার নুর মোহাম্মদের মেয়ে সাবেকুন্নাহার (১৯), জাদিপাড়ার রশিদ উল্লার মেয়ে খুর্শিদা বেগম (১৯), ইয়াংছন এলাকার তাকেরের মেয়ে পরমিনা (১৯) এবং আরও দুই শিশু রয়েছে। তাদের তল্লাশি করে মিয়ানমারের সিমসহ চারটি মোবাইল পাওয়া গেছে। আটক অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
×