ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কারাগারে ফাঁসির আসামির মৃত্যু

প্রকাশিত: ০৯:২৩, ২ এপ্রিল ২০১৯

কারাগারে ফাঁসির আসামির মৃত্যু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ হাই সিউিকেন্দ্রীয় কারাগারে বন্দী ফাঁসির দ-প্রাপ্ত এক আসামি মারা গেছে। ময়নাতদন্ত শেষে তার লাশ সোমবার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তার নাম শামসুদ্দিন ওরফে পাঠা শামসু (৬০)। সে নারায়ণগঞ্জ বন্দর থানার সোনাচরাবাগের মৃত আবুল হাসেম ওরফে হাসুর ছেলে। কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার শাহজাহান আহম্মেদ জানান, নারায়ণগঞ্জ বন্দর থানার একটি হত্যা মামলায় ফাঁসির দ-প্রাপ্ত আসামি শামসুদ্দিন ওরফে পাঠা শামসু ২০১৫ সালের অক্টোবর হতে এ কারাগারে বন্দী ছিলেন। ওই হত্যা মামলায় দোষী সাব্যস্ত করে আদালত ২০০৪ সালের ২৪ অক্টোবর তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- কার্যকরের আদেশ দেয়। তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। রবিবার দুপুরে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে শামসু কারাভ্যন্তরে অসুস্থ হয়ে পড়েন। কারাকর্তৃপক্ষ তাকে প্রথমে কারা হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ ম্যোল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিশামসুকে মৃত ঘোষণা করেন। চরে আটকা ‘রামশ্রী’ ১৬ ঘণ্টা পর উদ্ধার স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি রুটে ঝড়ের কবলে চরে আটকা ফেরি ‘রামশ্রী’ অবশেষে উদ্ধার হয়েছে। প্রায় ১৬ ঘণ্টা পরে সোমবার বেলা সোয়া ১০টার দিকে ফেরিটি উদ্ধার হয়। এর আগে কাঁঠালবাড়ি থেকে শিমুলিয়া আসার পথে ফেরিটি রবিবার সন্ধ্যায় ঝড়ের কবলে নৌ রুটটির হাজরা পয়েন্টের কাছে চরে উঠে যায়। ফেরিতে ১২টি বড় যানসহ মোট ২০ যান ও কয়েক শ’ যাত্রী নিয়ে আটকা পড়ে। এতে ফেরিতে থাকা যাত্রীসাধারণ অবর্ণনীয় দুর্ভোগে পড়ে। অনেক চেষ্টায় সোমবার জাহাজ দিয়ে টেনে নামানো হয়। সোমবার বেলা সোয়া ১১টায় ফেরিটি শিমুলিয়াঘাটে পৌঁছায়।
×