ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

না’গঞ্জে পুলিশসহ ২ হত্যা মামলায় গ্রেফতার ৬

প্রকাশিত: ১০:৫৯, ৫ মার্চ ২০১৯

না’গঞ্জে পুলিশসহ ২ হত্যা মামলায় গ্রেফতার ৬

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ রূপগঞ্জে পুলিশ সদস্য রাসেল হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামি ও সোনারগাঁওয়ের যুবক আমিনুল ইসলাম ওরফে কালু হত্যার মামলার এজারহারভুক্ত আরও চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে রূপগঞ্জের মামলার আসামিদের নরসিংদী থেকে এবং সোনারগাঁওয়ের মামলার আসামিদের সিদ্ধিরগঞ্জ ও বন্দর এলাকা থেকে পুলিশ পৃথক অভিযান চালিয়ে এই ছয়জনকে গ্রেফতার করে। সোমবার দুপুরে পুলিশ সুপার হারুন অর রশিদ তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান। উল্লেখ্য, ২০১৮ সালের ২১ নবেম্বর রূপগঞ্জ উপজেলার মাহনা এলাকায় তুচ্ছ ঘটনার বিরোধকে কেন্দ্র করে ৫০ থেকে ৬০ ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মনির হোসেন নামের একজনকে হত্যার উদ্দেশে তার বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িতে উপস্থিত মনির হোসেনের দুই শ্যালক পুলিশ সদস্য রাসেল ও রাজু গুরুতর আহত হন। ঘটনার সাতদিন পর চিকিৎসাধীন অবস্থায় রাসেল (৩৫) মারা যান। নিহত রাসেল স্থানীয় মুক্তিযোদ্ধা আজহারুল ইসলামের ছেলে। তিনি ঢাকা পুলিশের এসবি শাখার সদস্য হিসেবে কর্মরত ছিলেন। ছুটিতে বাড়িতে থাকাবস্থায় তাকে আসামিরা হামলা করে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় রাসেলের মা মনোয়ারা বেগম রূপগঞ্জ থানায় বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় জেলা গোয়েন্দা পুলিশ রবিবার রাতে নরসিংদী জেলার মাধবদী বাজার এলাকা থেকে দুই আসামি মান্নান ও মাসুদকে গ্রেফতার করে। এদিকে গত ১ মার্চ রাতে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার এনায়েতনগর এলাকার আমিনুল ইসলাম ওরফে কালুকে (২৫) স্ত্রীর পরকীয়া প্রেমের সম্পর্কের জের ধরে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। ঘটনার পরদিন ২ মার্চ সোনারগাঁও উপজেলার কাপুর্দি এলাকায় ব্রহ্মপুত্র নদের তীর থেকে পুলিশ তার গলাকাটা লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহত কালুর বড়ভাই সামছুল হক বাদী হয়ে সোনারগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন।
×