ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ঝুকি নিয়ে বাঁশের সাঁকোয় পারাপার ॥ দুর্ভোগ

প্রকাশিত: ০৯:০৬, ৩ ফেব্রুয়ারি ২০১৯

ঝুকি নিয়ে বাঁশের সাঁকোয় পারাপার ॥ দুর্ভোগ

সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ২ ফেব্রুয়ারি ॥ পীরগঞ্জ জাবরহাট ইউনিয়নে টাঙ্গন নদীর আতাই ঘাটে ৩০ বছর যাবত সেতু নির্মাণ না হওয়ায় বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সেতুর অভাবে পীরগঞ্জ ও বোচাগঞ্জ উপজেলার প্রায় ৫০ হাজার মানুষের সীমাহীন দুর্ভোগ বাড়ছে। জানা যায়, এলাকার আদিবাসী বেকার যুবক সাগ্রাম ও মাইকেল নদী পারাপারে জনগণের দুর্ভোগের বিষয়টি চিন্তা করে নদীর ওপর একটি সাঁকো নির্মাণ করেন। এ লক্ষ্যে তারা নিজের ও এলাকাবাসীর কাছ থেকে বাঁশ সংগ্রহ করে নদীর ওপর ১২শ’ ফুট লম্বা বাঁশের সাঁকো তৈরি করে জনগণের চলাচলের উপযোগী করেন। এই সাঁকোর ওপর দিয়ে স্কুল পড়ুয়া শিক্ষার্থী, কিষান-কিষানি, ব্যবসায়ীসহ প্রতিদিন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যাতায়াত করেন। গত ৩০ বছর ধরে টাঙ্গন নদীর আতাই ঘাটে ব্রিজ নির্মাণের দাবি জানানো হলেও এখনও পর্যন্ত উদ্যোগ নেয়নি প্রশাসন। ফলে দিন দিন নদীর দু’পারে মানুষের দুর্ভোগ দিন দিন বেড়েই চলছে। বর্ষা মৌসুমে টাঙ্গন নদীতে অতিরিক্ত পানি হওয়ায় মানুষ সাঁকোর ওপর দিয়ে পারাপার হতে পারছে না। এ বিষয়ে স্থানীয় জাবরহাট ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর জানান, ভরা বর্ষা মৌসুমে নৌকা দিয়ে যাতায়াত করে দু’উপজেলার মানুষ। নদীর আতাই ঘাটে সরকারী অর্থায়নে একটি সেতু নির্মাণ করা হলে দু’উপজেলার মানুষের যাতায়াতে সুবিধার পাশাপাশি এলাকায় ব্যাপক উন্নয়ন হবে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইসমাইল হোসেন জানান, টাঙ্গন নদীর আতাই ঘাট পীরগঞ্জ সীমানার মধ্যে পড়লে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
×