ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

শিল্পকলায় ‘কবিতা ও পেইন্টিং’

প্রকাশিত: ১১:১৭, ৩১ জানুয়ারি ২০১৯

শিল্পকলায় ‘কবিতা ও পেইন্টিং’

স্টাফ রিপোর্টার ॥ এক আয়োজনে কবিতার সঙ্গে সম্মিলন ঘটলো চিত্রকর্মের। চিত্রকর এঁকে চললেন আর কবিরা পাঠ করলেন কবিতা। ঢাকা আন্তর্জাতিক পোয়েট সামিট সংশ্লিষ্ট আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত হলো ‘কবিতা ও পেইন্টিং’ শীর্ষক চিত্র প্রদর্শনী ও কবিতা পাঠের আসর। বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী মাকসুদুল আহসান তার তুলির শৈল্পিক আঁচড়ে নিজস্ব শিল্প রচনা করেছেন। অন্যদিকে কবিতা পাঠ জাতীয় কবিতা উৎসব উপলক্ষে আসা আমন্ত্রিত ইরাকের কবি ড. আলী আল-সালাহ্, উরুগুয়ের কবি এনাবেল ভিলার ও কবি জুলিও পাভানেতি, চীনের কবি ড. তিয়ানজিন কাই, কঙ্গোর কবি কামা সাইওর কামানদা, যুক্তরাজ্যের কবি ক্লেয়ার বুকার এবং মালয়েশিয়ার কবি মালিম ঘোজালি পিকে প্রমুখ। মাকসুদুল আহসানের আঁকা ছবি নিয়ে এই প্রদর্শনী চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। আই.এফ.আই.সি. ব্যাংকের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক এম. শাহ আলম সারওয়ার প্রধান অতিথি অনুষ্ঠান উদ্বোধন করেন। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
×