ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ডিজিটাল আইন নিয়ে সাংবাদিক সমাজের উদ্বেগ নিরসনে কাজ করব ॥ তথ্যমন্ত্রী

প্রকাশিত: ০৬:১০, ১৬ জানুয়ারি ২০১৯

ডিজিটাল আইন নিয়ে সাংবাদিক সমাজের উদ্বেগ নিরসনে কাজ করব ॥ তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, অনলাইন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম আজকের বাস্তবতা। সমগ্র পৃথিবীতে অনলাইন মিডিয়ার ব্যাপক বিস্তৃতি ঘটেছে। এই বিস্তৃতি বন্ধ করা ঠিক নয়। কিন্তু এটাই যাতে সঠিকভাবে হয়, নিয়মনীতির মধ্য থেকে হয় সে কাজটি করা আমাদের লক্ষ্য। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী কথাগুলো বলেন। শপথ গ্রহণের পর এটাই প্রথম মন্ত্রীর চট্টগ্রামে আসা। ফলে তিনি প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের বিপুল সংবর্ধনায় সিক্ত হন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের প্রেক্ষিতে সাংবাদিক সমাজের মধ্যে যে উদ্বেগ আছে তা কমাতে কাজ করব। এ বিষয়ে আমি সাংবাদিকদের সহযোগিতা চাই। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ যতদ্রুত সম্ভব সংবাদপত্রে নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের লক্ষে কাজ করার কথা জানান। তিনি বলেন, এর জন্য ২৮ জানুয়ারি পর্যন্ত সময়সীমা আছে। এরমধ্যেই করার চেষ্টা থাকবে। বাস্তবায়ন করতে গেলে অনেক ধাপ অতিক্রম করতে হয়। সাংবাদিকদের আশ্বস্ত করে তিনি বলেন, যতদ্রুত সম্ভব আমরা তা করব। বক্তব্যে তিনি ইলেক্ট্রনিক মিডিয়াকেও ওয়েজবোর্ডে অন্তর্ভুক্ত করা প্রয়োজন বলে উল্লেখ করে বলেন, টেলিভিশন সাংবাদিকদেরও সেখানে আসা দরকার। এ নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব। কোন গণমাধ্যম ওয়েজবোর্ড বাস্তবায়নের ঘোষণা দিয়ে তা সত্যিকার অর্থে কার্যকর করেছে কিনা তাও তদারক করা হবে। অনলাইন মিডিয়ার বিস্তৃতি ও গুরুত্বের কথা উল্লেখের পাশাপাশি তথ্যমন্ত্রী ভূঁইফোঁড় মিডিয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, অনলাইনের রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হলে ওই ধরনের মিডিয়াগুলো বন্ধ হয়ে যাবে। সে লক্ষেই আমরা কাজ করছি। আমার পূর্বসুরী কাজটি অনেকদূর এগিয়ে নিয়ে গেছেন। দেশে তথ্য প্রযুক্তির ব্যাপক বিস্তৃতির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আমরা গত দুটি নির্বাচনে দুটি স্বপ্নের কথা বলেছিলাম। একটি ছিল ডিজিটাল বাংলাদেশ এবং আরেকটি হচ্ছে দিনবদল। ডিজিটাল বাংলাদেশ স্লোগান নিয়ে অনেকে হাস্যরস করেছিলেন। কিন্তু এখন তা আর স্বপ্ন নয়, ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা। দেশে ১৭ কোটি মানুষ, ১৫ কোটি সিম ইউজার। ১৪ কোটি মানুষ মোবাইল ফোন ব্যবহার করছে। এখন রিক্সাচালকের হাতে মোবাইল, ভিক্ষুকের হাতেও মোবাইল। একজন কৃষক তার ফসলের ছবি তুলে তা মোবাইলে পাঠিয়ে কৃষি কর্মকর্তার কাছ থেকে পরামর্শ নিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে। মতবিনিময় সভায় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালাম এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
×